রাজ্যে আবারও ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে দুই জেলার মৃত্যুর হার

রাজ্যে আবারও ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে দুই জেলার মৃত্যুর হার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
covid 19

covid 19

রাজ্যে আবারও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। উত্তর ২৪ পরগণায় সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। এখনও বাংলায় ৭ জেলায় মৃত্যু থামেন। কোভিডের দ্বিতীয় ঢেউকে কাবু করা গেলেও চিন্তা বারাছে তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের মতে দেশে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

কোভিডের তৃতীয় ঢেউকে আটকাতে এখন থেকেই সাবধানতা অবলম্বন করছেন অনেকেই। টিকাকরণের উপর সব থেকে বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। তবে চিন্তা বারাছে রাজ্যের ৭ জেলার মৃত্যুর সংখ্যা। যা দিন দিন বেড়েই চলেছে। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ জনে, মৃত্যু হয়েছে ১৫ জনের।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ছে প্রশাসনের। মারিতুর লিস্টে ৭ জেলার শীর্ষে রয়েছে নদিয়া। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগণা। অন্যদিকে কলকাতেও বাড়ছে সংক্রমণের হার। রিপোর্ট অনুযায়ী কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৫৯ থেকে বেড়ে হয়েছে ৬৬ জন। এখনও পর্যন্ত কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা ৩১০,৯৩২ জন এবং মৃত্যু হয়েছে মোট ৪,৯৭৯ জনের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top