এই প্রথম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে, উড়তে চলেছে তেরঙ্গা

এই প্রথম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে, উড়তে চলেছে তেরঙ্গা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
15 August

15 August

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কর্মসূচী নিল ‘সিপিএম’ কেন্দ্রীয় কমিটি। এই প্রথম স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম। ১৫ অগাস্ট সারা দেশের সমস্ত পার্টি দফতরে চলবে পতাকা উত্তোলন কর্মসূচী। এর পাশাপাশি একবছর ধরে চলবে অন্যান্য নানা কর্মসূচী।

সূত্রের খবর অনুযায়ী, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা এই সব নিয়েই সারা বছর ধরে চলবে নানা কর্মসূচী। রবিবার নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি। শোনা যাচ্ছে রাজ্যের তরফ থেকেই এই আবেদন করেন সুজন চক্রবর্তী। সব দিক বিচার করে কেন্দ্রীয় কমটি এই প্রস্তাবে সবুজ সংকেত দেন।

সিপিএম-এর এই সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বিজেপির দেশাত্মবোধকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই সিপিএম এই পদক্ষেপ গ্রহণ করলো বলে মনে করছেন অনেকেই। এর আগেই বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়ে দেয় সিপিএম। এবারে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে আবারও ছক ভাঙা বার্তা পাওয়া গেলো সিপিএম-এর তরফ থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top