নাম বদলেছেন, এবার পালা লোগো বদলের! নয়া লোগো আঁকছেন মমতা

নাম বদলেছেন, এবার পালা লোগো বদলের! নয়া লোগো আঁকছেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
mamata

mamata

প্রধানমন্ত্রী আবাস যোজনা- নাম বদলানোর পর এবার পালা লোগো বদলানোর। এই প্রকল্পের জন্য নতুন করে লোগো ডিজাইন করছে রাজ্য সরকার। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আঁকছেন সেই লোগো। খবর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সেই লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদলে টা এখন বাংলার বাড়ি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক নাম বদলে দিয়েছে রাজ্য সরকার। নাম বদলানোর জন্য যখন কেন্দ্রের সঙ্গে একরাশ চাপাউতোর চলছে, ঠিক সেই সময়ই বাংলার বাড়ি প্রকল্পের লোগো পাল্টানোর এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে সেই দায়িত্ব না দিয়ে নিজেই লেগে পড়লেন কাজে। জানা গিয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর মমতার আঁকা লোগো বাংলার বাড়ি প্রকল্পের নির্মিত প্রত্যেক বাড়ির দেওয়ালে এঁকে দেওয়া হবে।
প্রসঙ্গত, এই প্রকল্পের জন্য কেন্দ্রের দেওয়া অর্থের পরিমাণ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা।

নতুন করে নাম এবং পরে লোগো বদলানো নিয়ে যথেষ্ট শোরগোল উঠছে রাজনৈতিক মহলে। একাধিকের প্রশ্ন- কেন এই নামবদল? উত্তরে রাজ্য সরকারের ব্যাখ্যা, কোনও প্রকল্পেই কেন্দ্রীয় সরকার একশো শতাংশ টাকা বিনিয়োগ করে না। রাজ্য সরকারকে ৫০ শতাংশ টাকা দিতে হয়। তবে কেন শুধু প্রধানমন্ত্রীর নাম প্রকল্পের নামকরণ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top