বিয়ের জল্পনার মেঘ সরিয়ে ভাইরাল, পোস্টারে তাক লাগালেন ‘ যশমিতা’

বিয়ের জল্পনার মেঘ সরিয়ে ভাইরাল, পোস্টারে তাক লাগালেন ‘ যশমিতা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
tollywood

tollywood

অরণ্য ও পাখি চরিত্রে ছোট পর্দায় ঝড় তুলেছিলেন এই তারকা জুটি। ‘ বোঝে না সে বোঝে না ‘ ধারাবাহিকে যশ এবং মধুমিতার জুটি মন কেরেছিল দর্শকদের। লাভ বার্ড এর তকমাও আদায় করে নিয়েছিলেন তারা। অনুরাগিরদের দেওয়া যশমিতা নামেই জনপ্রিয় এই জুটি। এবার তাদের পছন্দের জুটির কামব্যাকের খবর সামনে আসতেই আনন্দে আত্নহারা যশমিতা ভক্তরা।

পাখি অরণ্যের সেই নজরকাড়া জুটিকে ফের দেখা যাবে পর্দায়। সদ্য এক মিউজিক ভিডিয়োর শুটিং শেষ করেছেন তারা। গানটি হল ‘ও মন রে ‘। রবিবার তাদের ভক্তদের একবারে চমকে দিয়ে এই মিউজিক ভিডিয়োর ফার্স্ট লুক এবং মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। এস ভি এফ এর এই মিউজিক ভিডিয়োতে ফের তাদেরকে রোম্যান্স করতে দেখতে পাবেন দর্শকেরা।

‘ও মন রে’ র ওই পোস্টারে দেখা যাচ্ছে, যশের পিঠে উপুর করে শুয়ে রয়েছেন মধুমিতা। আর বইয়ের দিকে তাকিয়ে রয়েছেন যশ। যশমিতা ভক্তরা তাদের এই রোমান্টিক পোস্টার দেখে একেবারে আপ্লুত। মিউজিক ভিডিয়োটি মুক্তি পাবে খুব শীঘ্রই। পর্দায় ফের রসায়ন নিয়ে ফিরছেন যশ মধুমিতা। গানটি তৈরি করেছেন বাংলাদেশের এক সঙ্গীত শিল্পী তনবীর ইভান। এই গানের ভিডিয়ো পরিচালনায় থাকছেন জনপ্রিয় কোরিওগ্রাফার- পরিচালক বাবা যাদব। প্রথমবারের জন্য মিউজিক ভিডিয়ো শুট করেছেন সৌমিক হালদার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top