এবারে কলকাতার রাস্তায় দেখা মিলবে গ্যাসে চালিত বাসের। ৯ অগাস্ট অর্থাৎ আজ পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম এই বাসের উদ্ধোধন করবেন। গত ২১ জুন ফিরহাদ হাকিমের নেতৃত্বে রাজ্য সরকারের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল সিএনজি বাস নিয়ে। এবারে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে কলকাতা শহরের রাস্তায় দেখা মিলবে সিএনজি বাসের।
পরিবহনমন্ত্রী জানান, আগামী ৬ মাসের মধ্যেই বেসরকারি বাসের জন্য সিএনজি ষ্টেশন তৈরি হয়ে যাবে। এতে বায়ুদূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। অন্যদিকে পেট্রল ও ডিজেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির মধ্যে এই বাস চালু হলে বাস মালিকদের স্বস্তি মিলবে।
ফিরহাদ হাকিম আরও জানান, তাঁরা এখন ইলেকট্রিক বাসকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর পাশাপাশি এখন থেকে সিএনজি বাসকেও তাঁরা গুরুত্ব দেবেন। এতে কলকাতা আরও পরিষ্কার এবং সবুজ হয়ে উঠবে বলে তাঁর ধারণা। এর পাশাপাশি আগামী দিনে কলকাতার বহু বাস রুটে সিএনজি পাম্প তৈরি হবে বলে জানান পরিবহনমন্ত্রী।