যেকোনও দুর্ঘটনার ক্ষেত্রেই প্রকাশ্যে ভিকটিমদের ছবি ব্যবহার করা যায় না। কিন্তু এমনই এক বির্তরকের মধ্যে পড়লেন রাহুল গান্ধী। বিতর্কিত এক ছবি টুইট করায় সাময়িকভাবে তার একাউন্ট সাসপেন্ড করল টুইটার। অভিযোগ, এক ধর্ষনের শিকার শিশুর মা ও বাবার ছবি টুইট করেন রাহুল। আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে টুইটার কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি দিল্লিতে এক দলিত শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত কিছু মতামত ও ছবি পোস্ট করেন রাহুল গান্ধী এবং তাতেই হয় বিপদ। আইন অনুযায়ী ধর্ষিতার এবং তাঁর পরিজনদের ছবি প্রকাশ করা যায় না। জাতীয় শিশু অধিকার কমিশন থেকে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য দিল্লি পুলিশ ও টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। জানানো হয়, তিনি পকসো আইন লঙ্ঘন করেছেন।
খবর সূত্রে জানা গিয়েছে, মৃতার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই ছবি টুইট করে তিনি লেখেন, ‘ অভিভাবকদের কান্না একটাই কথা বলছে, তাদের মেয়ে, দেশের মেয়ে বিচার চাইছে। সুবিচারের জন্য আমি ওদের সঙ্গে আছি।’ এই পুরো বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘ রাহুল গান্ধীর একাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তা ফের সক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। ততক্ষণ উনি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সবর হবেন। অধিকারের জন্য লড়াই করবেন। জয় হিন্দ।