প্রায় থমকে গিয়েছিল শামিতা শেট্টির ক্যারিয়ারের চাকা। তবে তিনি আবারও নতুন ছন্দে ফিরছেন টেলিভিশনের পর্দায়। বিগ বস ওটিটির হাউসে সারপ্রাইজ এন্ট্রি হিসেবে আসবেন শামিতা শেট্টি। প্রথম প্রতিযোগী হিসেবে’ শারারা’ গানে বিগ বস হাউসে প্রবেশ করলেন শিল্পার বোন। রাজ কুন্দ্রার পর্ণ কাণ্ডে নাম জড়িয়েছিল শামিতারও। সেই প্রসঙ্গে তিনি তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ নিজেকে অন্তরালে রেখো না। উঠে দাড়াও। মাথা উঁচু করে বাঁচো। ওদের দেখিয়ে দাও তুমি কি পারো! বিগ বস ওটিটি আমি আসছি।’
এর আগেও ২০১৯ সালে বিগ বসের প্রতিযোগী ছিলেন শামিতা শেট্টি। তবে শো চলাকালীন শিল্পার বিয়ের কারণে মাঝপথেই বেরিয়ে আসতে হয়েছিল তাকে। প্রথম প্রতিযোগী হিসেবে বাড়িতে ঢুকতেই সে কথা মনে করিয়ে দেন অভিনেত্রী। তিনি বলেন,’ নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। ১০ বছর পর ফিরলাম বিগ বসে। অনেকখানি বদলে গিয়েছে। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। ভেবেছিলাম সুযোগটা ছেড়ে দেব। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আর প্রতিশ্রুতি দিলে আমি তা রাখি।’
প্রসঙ্গত, প্রথমবার বিগ বস ওটিটি প্লাটফর্ম ভুট এ মুক্তি পাচ্ছে। এবারের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কারণ জোহর। টেলিভিশনের পর্দায় আসার ৬ সপ্তাহ আগে বিগ বস মুক্তি পাচ্ছে ওটিটির প্লাটফর্মে। কিছুদিন আগেই এইবারের প্রতিযোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে আবারও তারকার হাট হতে চলেছে বিগ বস হাউস।