বহুদিন ধরে বন্ধ থাকার পর ১ জুলাই কলকাতা শহরে বাস পরিষেবা চালু হয়েছিলো। তবে প্রথমদিনেই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছিল শহরবাসী। রেড রোডে মিনি বাসের দুর্ঘটনায় প্রান হারিয়েছিলেন বিবেকানন্দ ডাব নামে একজন পুলিশকর্মী। এর পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন প্রায় ১৯ জন।
এবারে সেই দুর্ঘটনার ৩৯ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিলো পুলিশ। চার্জশিটে উল্লেখ কড়া হয়েছে ওই বাসের কোনও ত্রুটি ছিল না। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে চার্জশিটে দাবি কড়া হয়েছে। এই ক্ষেত্রে বাসের চালকের দিকেই অভিযোগের আঙুল তুলছে পুলিশ।
পুলিস সুত্রে খবর অনুযায়ী, ৪৯০ পাতার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। ৪১ জন সাক্ষীর উল্লেখ রয়েছে চার্জশিটে। অভিযুক্ত বাস চালককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়। আপাতত ধৃতের বিরুদ্ধে ২৭৯/৩০৪(২)/৩০৮/৪২৭ ধারায় মামলা রজু কড়া হয়েছে।