Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Babul Supriya
Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা  Rudranil
ছবি সংগ্রহ ; সাইন টিভি

Babul SupriyaBabul Supriya

বাবুল সুপ্রিয় এখনও বিজেপি ছাড়েননি। ছাড়েননি রাজনীতিও! Babul Supriya-কে নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি জানালেন  বিজেপি নেতা তথা টলিউড তারকা রুদ্রনীল ঘোষ। ফলে  Babul Supriya-কে নিয়ে রুদ্রনীলের কথায় জল্পনা বাড়ল। রুদ্রনীল বলেন, Babul Supriya বিজেপি ছাড়েননি, ছাড়েননি রাজনীতিও। সক্রিয় রাজনীতি থকে অবসর নেওয়ার হলে তিনি আগে সাংসদ পদ ছেড়ে দিতেন।

 

কিন্তু ফেসবুকে সাংসদ পদ থেকে ইস্তফার কথা জানানোর পরও তিনি যখন তা ছাড়েননি, তিনি রাজনীতিও ছাড়েননি।  রুদ্রনীলের কথায়, সাসংদ পদে থাকা মানেই মানুষের জন্য রাজনৈতিক দায়িত্ব পালন করা। তা তো তিনি করবেন। সাসংদ হিসেবে তাঁর দায়িত্ব রয়েছে আসানসোলের মানুষের প্রতি। তিনি সেই দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক দৌড়ঝাঁপ থেকে কেউ সাময়িক বিরতি নিতেই পারেন, তার মানে এই নয় যে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)

উল্লেখ্য, দিন পনেরো আগে রাজনীতি ছাড়ার কথা ফেসবুকে বার্তায় জানিয়েছিলেন Babul Supriya। বলেছিলেন, তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। এমনকী সাংসদ যে সব সুবিধা তিনি পান, সবকিছুই প্রত্যাহার করবেন। বাড়িও তিনি ছেড়ে দেবেন। এরপর বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর বাবুল সুপ্রিয় মত বদলে বলেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি।

 

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

 

তবে আসানসোলবাসীর কথা ভেবে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি না। তবে কোনও রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আর দেখতে পাবেন না। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছি না। আমি সাসংদ পদে থাকছি, আসানসোলে গিয়ে কাজ করব। কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেব না। এরই মধ্যে রুদ্রনীল ঘোষের ছোট্ট একটা মন্তব্য ফের বাবুলকে নিয়ে জল্পনা চড়িয়ে দিলো।

 

ফের বাবুল ইস্যু সামনে চলে এল। তবে কি তৃণমূল যে দাবি করে আসছিল, সেটাই সত্যি! Babul Supriya  এতদিন নাটক করলেন রাজনীতি ছাড়ার। রাজনীতি ছেড়ে সাংসদ থাকার ঘোষণা আইওয়াশ ছাড়া কিছু না! এমন নানা জল্পনার জটাজাল ফের ছড়িয়ে পড়লো রুদ্রনীলের মন্তব্য ঘিরে।

 

রুদ্রনীলের কথায়, সাসংদ পদে থাকা মানেই মানুষের জন্য রাজনৈতিক দায়িত্ব পালন করা। তা তো তিনি করবেন। সাসংদ হিসেবে তাঁর দায়িত্ব রয়েছে আসানসোলের মানুষের প্রতি। তিনি সেই দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক দৌড়ঝাঁপ থেকে কেউ সাময়িক বিরতি নিতেই পারেন, তার মানে এই নয় যে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top