নিউজ ডেস্ক , ১১অগাস্ট ২০২১ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আবারো টেলিভিশন চ্যানেলে দেখতে পাওয়া যাবে বিগ বি কে। জনপ্রিয় সিরিয়াল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ Game -এর হট সিটে বসে ‘নমস্কার দেবীয়োঁ অউর সজ্জনোঁ’ বলতে শোনা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে।
আর ও পড়ুন ; ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?
বিগ বি সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করে লিখেছেন, “ফিরলাম… ২০০০ সাল থেকে ওই চেয়ারটায় বসছি আমি। ২১ বছর কেটে গেল। জীবনভরের অভিজ্ঞতা। শো থেকে অনেক কিছু পেয়েছি। আমার এই লুকটাও।”
পুনরায় সিরিয়ালটি শুরু হচ্ছে ২৩ সে অগাস্ট থেকে। সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতি সপ্তাহে টেলিভিশনের পর্দায় দেখা যাবে বিগ বি কে। Game সঞ্চালনা করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে । যার সঞ্চালনা দেখতে মুখিয়ে বসে থাকেন দর্শকরা। সম্প্রচারের সময়েরও কোনো পার্থক্য নেই , আগের নির্ধারিত সময়ের মতনই রাত ৯ টায় টেলিকাস্ট হবে।