রহস্যময় মৃত্যু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের Junior Doctor

রহস্যময় মৃত্যু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের Junior Doctor

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Junior Doctor
ছবি সংগ্রহে সাইন টিভি

কলকাতা সংবাদদাতাঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের Junior Doctor -এর রহস্যমৃত্যু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বয়েজ হস্টেলের তিনতলার ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে মৃত Junior Doctor -এর বাবার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ছেলেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই হাউস স্টাফের নাম শেখ মোবারক হোসেন।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সাহাজাদপুর এলাকায়। আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বয়েজ হস্টেলের আবাসিকরা। তড়িঘড়ি করিডরে চলে আসেন তাঁরা। দেখেন নিচে পড়ে রয়েছেন একজন। কাছে যাওয়ার পর শেখ মোবারককে চিনতে পারেন সকলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। শুরু হয় চিকিৎসা। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মৃত্যু হয় মোবারক হোসেনের। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই পড়াশোনা করেছিলেন।

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

ইন্টার্নশিপ শেষে আগামী ১৬ আগস্ট থেকে সার্জারি বিভাগের হাউস স্টাফ হিসাবে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তবে তার আগেই সব শেষ। মৃতার বাবার অভিযোগ, আত্মহত্যা নয়। খুন করা হয়েছে মোবারককে। তবে কি কারণে খুন তা পরিস্কার নয়।  বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি খুন, পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top