দেশে ফের বাড়লো Corona সংক্রমণ

দেশে ফের বাড়লো Corona সংক্রমণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দেশে ফের বাড়লো Corona সংক্রমণ

 

দেশে ফের বাড়লো Corona সংক্রমণ
দেশে ফের বাড়লো Corona সংক্রমণ

ফের বাড়লো করোনা সংক্রমণ। গতকাল ১০ হাজার বাড়ার পর আজ আরও প্রায় ৩ হাজার বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। যা গতকালের থেকে ৭.‌৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য  অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৯ জন। আক্রান্তের সংক্যার চেয়ে যা কম। যার ফলে এদিন বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। দেশে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। সুস্থতার হার ৯৭.‌৪৫ শতাংশ।

 

এদিকে পজিটিভিটি রেট ২.‌২৩ শতাংশ। অর্থাৎ ১০০ জনের মধ্যে পজিটিভ কেস ২.‌২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জনের।  এদিকে কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রমাগত করোনা  সংক্রমণ। মোট সংক্রমণের ৫০ শতাংশের বেশি এরাজ্য থেকেই। নতুন করে এরাজ্যে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। সুস্থতার সংখ্যা আক্রান্তের তুলনায় কম হওয়ায় একলাফে প্রায় ৪ হাজার বেড়েছে Corona সংক্রমণ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র।‌ যদিও সেখানে সামান্য কমে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬০। এরপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। পশ্চিমবঙ্গেও কিছুটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশের Corona সংক্রমণ গত ৪৮ ঘণ্টায় ফের বাড়ছে। যার ফলে আশঙ্কা দেখা যাচ্ছে। কোভিডবিধি মেনে চলতে বলছেন চিকিৎসকেরা।

এদিকে উত্তর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সেভাবে ভয়াবহ না হলেও, দক্ষিণ ভারত ঘিরে উদ্বেগ চরমে। শুধুমাত্র কেরলেই গতকালের রিপোর্টে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৩,৫০০ জন। যার হাত ধরে এদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৪১,১৯৫ জন। ফলে ডেল্টা ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত ও তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে ফের একবার করোনা পরিস্থিতি নিয়ে বিপাকে দেশ।

মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের দৈনিক অঙ্ক ছুঁয়েছে ২৮ হাজারের সামান্য বেশি কিছুটা অঙ্ক। তবে মঙ্গলবারই কেন্দ্র সতর্কতরা সঙ্গে জানিয়েদিয়েছিল যে দেশে Corona দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও দেশে হু হু করে বাড়ছে আর ভ্যালু। করোনা আর ভ্যালু বেড়ে যাওয়া মানেই হল , দেশে ক্রমাগত একজন রোগী থেকে করোনা ছড়িয়ে পড়ার গড় হার বাড়তে শুরু করেছে। আর তার প্রকৃষ্ট উদাহরণ দেখিয়ে দিল কেরল ও মহারাষ্ট্র। এদিকে, আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে রিপোর্ট পেশ করেছে , তাতে দেখা গিয়েছে করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪১,১৯৫ জন। গতকালের ৩৭ হাজারের ঘর থেকে যেভাবে হু হু করে আক্রান্তের সংখ্যা আজ বেড়েছে তাতে উদ্বেগ বাড়ছে।

 

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

 

একদিকে দেশে অগাস্ট থেকেই তৃতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, শেষ একদিনে করোনার জেরে আক্রান্তের সংখ্যা যেমন ৪১ হাজারের ঘরে রয়েছে, তেমনই দৈনিক মৃত্যুর সংখ্যা এর জেরে হয়েছে ৪৯০ জন। এদিনও কার্যত দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ জনের নিচে রয়েছে। দেশে মোট Corona  আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩২.০৮ মিলিয়নে। মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪২৯, ৬৬৯ জনে। দেশে Corona  মৃতের হার দ্বিতীয় স্রোতের তুলনায় কম হলেও , তার আধিক্য নিয়ে উদ্বেগ রয়েছে। এদিকে , অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ১.২১ শতাংশ নেমেছে। বৃহস্পতিবারের রিপোর্টে বলা হয়েছে করোনা থেকে মুক্ত হয়েছেন ৩১,২৬০,০৫০ জন।

 

আর ও পড়ুন ; ত্রিপুরায় ‘খেলা হবে দিবস’ নিয়ে ততপর হয়ে উঠেছে তৃণমূল

 

উল্লেখ্য, শেষ ৫ দিনে বেঙ্গালুরুতে হু হু করে শিশুদের Corona  আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গিয়েছে। দেখা গিয়েয়েছে তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে Corona আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুর ২৪২ জন শিশু। বেশিরভাগের বয়সই এঁদের মধ্যে ৯ বছরের আশপাশে। একদিকে Corona বাড়বাড়ন্ত, অন্যদিকে কেরল থেকে মহারাষ্ট্র জুড়ে জিকার উপদ্রব বাড়তে থাকায় ত্রস্ত কর্ণাটক।

 

সেখানে Corona  ইস্যুতে কেরল ও মহারাষ্ট্র সীমান্ত সিল করে দিয়েছে কর্ণাটক। কর্ণাটকের বিভিন্ন জেলায় রাতের কার্ফু জারি রয়েছে। শোনা যাচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে বার ১৬ অগাস্ট থেকে সেখানে নতুন করে আংশিক লকডাউনের দিকে যেতে পারে সরকার। এই পরিস্থিতিতে সেরাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে করোনার টিকাকরণ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top