গত কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির কারণে ভয়ঙ্কর আকার নিল Malda মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি কেশবপুর এলাকা।সেখানে গঙ্গার বাঁধ ভেঙ্গে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।ইতিমধ্যেই সেখানকার বিভিন্ন একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করেছে।যদিও অস্থায়ীভাবে জল আটকানোর চেষ্টা করা হয়েছে।কিন্তু পরিস্থিতি ঠিক করা সম্ভব হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।স্থানীয় সূএে জানা গেছে,বৃহস্পতিবার ১২:৩০ রাতে গঙ্গার জলে ভেসে যায় আনুমানিক ৭০ মিটার অংশ।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গানদী।জল বাড়ছে ফুলহার নদীর।পাশাপাশি Malda মানিকচক ব্লকের অন্তর্গত জোতপাটা,রামনগর,রবিদাসটোলা প্লাবিত হয়েছে।কয়েকশো পরিবার জলবন্দি।
প্রশাসন সূএে খবর,গঙ্গার পাড় থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য জেলার সেচ তফতরের তরফে লাল সর্তকতা জারি করা হয়েছে।বেশ কিছু পরিবার নিজেরাই নিরাপদ আশ্রয়ে চলে গেছে।উঁচু জায়গায় এিপল খাটিয়ে ব্যবস্থা হয়েছে সাময়িক আশ্রয়ের।