
স্ত্রীর পিছু ধাওয়া করে Madhuchakra-এ হানা এক Army অফিসারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার মেদিনীপুর শহরে। জানা গিয়েছে, শহরের ডাকবাংলো রোডের এভারগ্রীন নামে সেই লজ থেকে বেরিয়ে এলো Madhuchakra-এর আসর। সেই আসরে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করলো ৬ যুবতি ও লজ মালিক সমেত ১৩ জনকে। ঘটনা সুত্রে জানা যায়, স্ত্রীর প্রতি সন্দেহ ছিল অবৈধ সম্পর্কের।
তা নিয়ে বেশকিছুদিন ধরেই স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছিল। স্বামী ইন্ডিয়ান Army-র সেন্ট্রাল ডিফেন্সে কর্মরত। ফলে বেশির ভাগ সময় কর্মসূত্রে থাকতে হয় বাইরে। সেই সুবাদে তার স্ত্রী মেদিনীপুরের এক পুলিশ কর্মীর সঙ্গে জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্কে বলে অভিযোগ মহিলার স্বামীর।
গত কয়েক দিন আগে ছুটি নিয়ে খড়্গপুরের আনন্দনগরে বাড়ী ফিরলেও স্বামীর কাছ থেকে দুরে দূরে থাকতো মেদিনীপুর পুলিস লাইনে কর্মরত পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল। শুক্রবার সকালে কাজে বেরোনোর নাম করে বাড়ী থেকে বেরিয়ে তার প্রেমিকের সঙ্গে দেখা করে ঐ মহিলা কনেস্টবল। এরপর দুজনে এসে উঠে ডাকবাংলো রোডের এভারগ্রীন লজে।
স্ত্রীর পিছু ধাওয়া করে লজে এসে হাজির হয় স্বামীও। এরপরই রুমের দরজা খুলে দেখেন তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে নগ্ন অবস্থায়। সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে উঠে ইন্ডিয়ান Army-র্তে কর্মরত স্বামী। এরপরই তার স্ত্রীর প্রেমিককে মারধর শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। কোনোক্রমে মহিলার স্বামীর হাত থেকে মহিলার প্রেমিককে উদ্ধার করে এলাকার মানুষ।
আর ও পড়ুন Metro চলাচলের সময়সীমা বাড়লো কলকাতায়, খুশী Metro যাত্রীরা
খবর দেওয়া হয় কোতয়ালী থানায়, ঘটনাস্থলে পুলিশ এসে মহিলার প্রেমিক সহ লজে থাকা আরো বেশকিছু যুবক, যুবতি এবং লজ মালিককে আটক করে। সুযোগ বুঝে পালাতে সক্ষম হয় আর্মি অফিসারের স্ত্রী। স্থানীয় মানুষেরা জানান, দীর্ঘদিন ধরেই এখানে মধুচক্রের আসর বসছে। বিভিন্ন সময় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। যার ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
উল্লেখ্য, জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ডাকবাংলো রোডের এভারগ্রীন নামে সেই লজ থেকে বেরিয়ে এলো Madhuchakra-এর আসর। সেই আসরে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করলো ৬ যুবতি ও লজ মালিক সমেত ১৩ জনকে।