
সাইন টিভি ডেস্কঃ রাজ্য সরকারের উদ্যোগে Howrah ডিভিশনে সতেরোটি জিআরপিপির মধ্যে দশটি জি আরপিপি উন্নতিকরণ হয়ে ইনভেস্টিগেশন সেন্টারে রূপান্তরিত হবে। ১৫ আগস্ট এই ইনভেস্টিগেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিভিন্ন Howrah ডিভিশনের জি আর পি পির উচ্চপদস্থ পুলিশ আধিকারিক.।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
শনিবার দেখা গেল ব্যান্ডেল কাটোয়া রেল শাখার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের জিআরপিপি সেজে উঠছে। পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ জানিয়েছেন যে আমাদের এই অফিসটি নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে জোড় কদমে। রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের ডিপার্টমেন্টের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আধিকারিক নারায়ণ চন্দ্র মন্ডল স্যার। ইতিমধ্যে এই অফিসে লক-আপ থেকে শুরু করে পুলিশদের আবাসন সমস্ত কিছুতেই নতুনভাবে সাজিয়ে তোলার কাজ সমাপ্তির পথে।আরও জানা গিয়েছে যে এই ইনভেস্টিগেশন সেন্টারের নাম হবে আর পি আই সি।
Howrah ডিভিশনে ১৭ টি জি আর পি পি অফিস রয়েছে। এরমধ্যে দশটি ইনভেস্টিগেশন সেন্টারে রূপান্তরিত হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন, ডানকুনি রেল স্টেশন, শ্রীরামপুর রেল স্টেশন, তারকেশ্বর স্টেশন, চুঁচুড়া রেলওয়ে স্টেশন, শেওড়াফুলি রেল স্টেশন, সিতারামপুর, বোলপুর রেল স্টেশন, রামপুরহাট রেল স্টেশন ও জঙ্গিপুর রেল স্টেশন।
প্রত্যেকটি রেলস্টেশনে অবস্থিত অফিসগুলি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আজ উদ্বোধন হবে আর পি আই সি অফিস হিসেবে। বিভিন্ন ইনভেস্টিগেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিপার্টমেন্টের বিভিন্ন পুলিশ আধিকারিক। খুশিতে মেতেছেন পুলিশকর্মী থেকে শুরু করে সিভিক কর্মীরা।



















