
করোনা বিধি নিষেধে কিছুটা শিথিলতা আনলো রাজ্য সরকার। এতদিন রাত ৮ টা অবধি খোলা রাখা যেত রেস্তোরাঁ, বার সহ বিভিন্ন দোকান। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে দিল নবান্ন। নবান্নের তরফে জারি করা নতুন নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, রাত 10,30 Minits অবধি খোলা রাখা যাবে রেস্তোরাঁ, বার সহ সব দোকান।
আগামী ১৬ আগস্ট থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। আর এই খবর সামনে আসতেই খুশি সুরাপ্রেমীরা। সুরাপ্রেমীদের অনেকেই মনে করছেন, রাত 10,30 Minits অবধি খোলা থাকবে বার গুলি ফলে এবার থেকে অনেকটা সময় ধরে বারে সময় কাটানো যাবে। আগে রাত ৮ অবধি খোলা থাকত ফলে বেশি সময় কাটানো যেত না।
উল্লেখ্য, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার কারণে রাজ্যজুড়ে আগামী ৩১ আগস্ট অবধি জারি রয়েছে বিধিনিষেধ। করোনা সংক্রমণ রুখতে এখনও জারি রাখা হয়েছে বিধিনিষেধ। তবে ইতিমধ্যেই করোনা সংক্রমণ কিছুটা নিন্মমুখী হওয়ার কারণে অনেকাংশেই দেওয়া হচ্ছে ছাড়। তবে সংক্রমণ বেড়ে যেতে পারে আশঙ্কা করে এখনও বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।
আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের
নাইট কার্ফুর ক্ষেত্রে রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি সময়সীমা ধার্য করা হয়েছে। নতুন জারি করা নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, থিয়েটার হল, ওপেন এয়ার থিয়েটার, মঞ্চ গুলি সব ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু করার অনুমতি দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণের কারণে বহুদিন ধরেই বন্ধ ছিল থিয়াটার হল গুলি।
আর ও পড়ুন Metro চলাচলের সময়সীমা বাড়লো কলকাতায়, খুশী Metro যাত্রীরা
ফলে চরম আর্থিক অনটনে দিন কাটিয়েছেন নাটকের সঙ্গে জড়িত শিল্পীরা। তাই থিয়েটার মঞ্চ খোলার অনুমতি পাওয়ায় খুশি নাট্য শিল্পীরা। এর পাশাপাশি এখন থেকে ৫০ শতাংশ মানুষ নিয়ে খুলে দেওয়া যাবে সুইমিং পুল গুলি। খেলার স্টেডিয়াম গুলিও ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলে দেওয়া হবে আগামী ১৬ আগস্ট থেকে।
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। আর এই খবর সামনে আসতেই খুশি সুরাপ্রেমীরা। সুরাপ্রেমীদের অনেকেই মনে করছেন, রাত 10,30 Minits অবধি খোলা থাকবে বার গুলি ফলে এবার থেকে অনেকটা সময় ধরে বারে সময় কাটানো যাবে। আগে রাত ৮ অবধি খোলা থাকত ফলে বেশি সময় কাটানো যেত না।