
সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে মানুষের মধ্যে আরো বেশি বেশি করে প্রচার করা এবং Trinamool-এর বিভিন্ন কর্মী নেতাদের ফেসবুকের মধ্যে দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার কাজে সকলকে উন্নয়নমুখী গতিশীল হবার আহবন জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রচার অভিযানকে আরো গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
শনিবার নদীয়া জেলার সতেরোটি বিধানসভা এলাকার তৃণমূল ফেসবুক গ্রুপের গুরুত্বপূর্ণ নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ধুবুলিয়ায় তৃণমূল কার্যালয়ে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য সুব্রত ঘোষ, Trinamooএ-এর ফেসবুক গ্রুপের অন্যতম কর্ণধার রাজু বড়ুয়া, সাহেব শেখ সহ একাধিক নেতৃত্ব।
উপস্থিত নেতৃত্ব জানান যে মানুষ Trinamool-এর উন্নয়নে ব্যাপক ভাবে জনসমর্থন যেমন জানাচ্ছে তেমনি সুযোগ-সুবিধা গ্রহণ করছে কিন্তু এই গতিকে আরো আমাদের সকলকে আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং কাজ করে এগিয়ে যেতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে এর প্রচার আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষের সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এছাড়াও আগামী দিনে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে আমাদের সরকারের উন্নয়ন কে হাতিয়ার করে মানুষের সাথে জনসংযোগ আরো বাড়াতে হবে।
আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের
কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী জয় বাংলা প্রকল্প লক্ষী ভান্ডার প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প সহ একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষের জন্য কাজ করে যেতে হবে বলে উল্লেখ করেন উপস্থিত নেতৃত্ব। এছাড়াও নদীয়া জেলার যে সমস্ত বিধানসভা এলাকায় আমাদের পরাজয় ঘটেছে সেখানে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে আমাদের প্রকল্পের কথা বলতে হবে সরকারের উন্নয়নের কথা বলতে হবে যদি কোন অসুবিধা বা ভুল-ভ্রান্তি হয় শুধরে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক নেতৃত্ব উপস্থিত থেকে জোরালোভবে উন্নয়নমুখী কাজে ঝাঁপিয়ে পড়বেন বলে একমত পোষণ করে ন।



















