নিজের ছেড়ে আসা Tmc ঘরেই কি তবে ফিরেছেন Rajib Benerjee ?

নিজের ছেড়ে আসা Tmc ঘরেই কি তবে ফিরেছেন Rajib Benerjee ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Tmc
নিজের ছেড়ে আসা ঘরেই কি তবে ফিরেছেন Rajib Benerjee ?
ছবি সংগ্রহে ; সাইন টিভি

এবার কি তবে ঘরে ফেরার পালা? আর তাই কি “ত্রিপুরা অভিযান”? তবে কি নিজের ছেড়ে আসা ঘরেই ফিরেছেন Rajib Benerjee ? সূত্রের খবর, পুজোর পর বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে ঘর ওযাপসি করাবে রাজ্যের শাসকদল। যার মধ্যে অন্যতম প্রাক্তণ সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেই সম্ভাবনা উসকে দিয়ে কার্যত চুপিসারে ত্রিপুরা পৌঁছেছেন। আর তাতেই ফের নতুন করে দলবদলের জল্পনা তৈরি হয়েছে।

 

সূত্রের খবর, আগরতলায় যেখানে ব্রাত্য বসু, আবীর বিশ্বাসেরা যেখানে আছেন, সেখানেই আছেন Rajib Benerjee । সূত্রের আরও খবর, তৃণমূলে ফিরলেই ত্রিপুরার দায়িত্ব পেতে পারেন রাজীব। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশেই ত্রিপুরায় ‘জমি মাপতে’ প্রতিবেশী এই রাজ্যে এসেছেন তিনি। একদিকে বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে ঘনিষ্ঠতা বেড়েছে তৃণমূলের। বাংলায় পর এই মুহুর্তে তৃণমূলের ” টার্গেট” ত্রিপুরা।

 

ইতিমধ্যেই অভিষেক বন্দোপাধ্যায় সহ একঝাক নেতা প্রায় নিয়ম করে ত্রিপুরায় যাচ্ছেন। ঠিক সেই সময়েই রাজীবের এই আচমকা ত্রিপুরা সফরকে যথেষ্ট গুরুত্বপুর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে তার এই সফর একেবারেই ব্যক্তিগত বলে জানিয়েছেন Rajib Benerjee ।

 

আর ও পড়ুন  সরকারি চাকরি পেতে Maobadi তকমা পাওয়ার হিড়িক জঙ্গলমহল জুড়ে

 

তাঁর কথায়, ” অনেকদিনের ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবো তাই এসেছি। এই সাথে সফরের সঙ্গে তৃণমূল বা বিজেপির কোনও সম্পর্ক নেই। ”  যেই সময় ত্রিপুরাকে পাখির চোখ করে বারবার তৃণমূল নেতৃত্ব ত্রিপুরায় যাচ্ছেন, তখনই রাজীবের এহেন ‘ইচ্ছা সফর’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। এর আগেও ২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রচারে একাধিকবার গিয়েছিলেন রাজীব। তখন তিনি রাজ্যের মন্ত্রী, অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।

 

রাজ্যে একুশের ভোটে বিজেপিতে যোগ দেওয়া এবং হার। তার পর থেকেই আবার তৃণমূলের সঙ্গে সখ্য বেড়েছে রাজীবের। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক জল্পনা তা আরও স্পষ্ট করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sri Rajib Banerjee (Fam) (@rajibfam)

সূত্রের খবর, সময় হলেই তৃণমূলে আনুষ্ঠানিকভাবে তাঁর ফেরার সিগনাল সবুজ হবে। আর আনুষ্ঠানিকভাবে তা হতে পারে দুর্গাপুজোর পর। এবং তাঁকে ত্রিপুরার দায়িত্বই আবার দেওয়া হতে পারে বলে খবর। ইঙ্গিত পেয়ে কি তাই আগে থেকেই জমি মাপছেন রাজীব? প্রশ্ন রাজনৈতিক মহলে।

 

উল্লেখ্য, আগরতলায় যেখানে ব্রাত্য বসু, আবীর বিশ্বাসেরা যেখানে আছেন, সেখানেই আছেন রাজীব। সূত্রের আরও খবর, তৃণমূলে ফিরলেই ত্রিপুরার দায়িত্ব পেতে পারেন রাজীব। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশেই ত্রিপুরায় ‘জমি মাপতে’ প্রতিবেশী এই রাজ্যে এসেছেন তিনি। একদিকে বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে ঘনিষ্ঠতা বেড়েছে তৃণমূলের। বাংলায় পর এই মুহুর্তে তৃণমূলের ” টার্গেট” ত্রিপুরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top