75 তম স্বাধীনতা দিবস আগে নিরাপত্তার ঘেরাটোপে Kolkata সহ গোটা দেশ

75 তম স্বাধীনতা দিবস আগে নিরাপত্তার ঘেরাটোপে Kolkata সহ গোটা দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Kolkata
৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে Kolkata সহ গোটা দেশ
ছবি সংগ্রহে ; সাইন টিভি

রাত পোহালেই 75 তম  স্বাধীনতা দিবস (Independes Day)।  দেশজুড়ে  চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ইতিমধ্যে আলোর রোশনাইতে সাজিয়ে তোলা হয়েছে রাজধানী  দিল্লিকে। তিন রঙে সেজে উঠেছে লালকেল্লা। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় Kolkata -তেও পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস।

 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  দর্শকশূন্য রেড রোডের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন। স্বাধীনতা দিবস নিয়ে  কলকাতাতেও চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। Kolkata -র  রেড রোডেও এখন চরম প্রস্তুতি। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে শহর  Kolkata -কে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা।

 

কলকাতা পুলিশ সূত্রের খবর, Kolkata -য় ঢোকা-বের হওয়া প্রত্যেকটি গাড়িতে নাকা চেকিং করা হচ্ছে। শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তাতে পুলিশের তরফে নাকা চেকিং করা হয়েছে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ব্যাপক পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

আরও পড়ুন- Khela মেলা আর লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়েছে, অভিযোগ Dilipঘোষের

 

প্রত্যেকটি বড় জায়গাগুলিতে পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বড় রাস্তাতেও নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বছর চার হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে।

 

পাশাপাশি  রাস্তায় থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররাও। জানা গিয়েছে, ১১ জন উচ্চ পদস্থ আধিকারিক Kolkata -র নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এমনকি রেড রোডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কয়েকজন জয়েন্ট কমিশনার। সুপারভিশনের দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। শুধু তাই নয়, ওয়াচ টাওয়ার থেকেও রেড রোডের উপর নজরদারি রাখা হবে। তিনটে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এছাড়াও সিস্টিভির মাধ্যমে গোটা এলাকার উপর নজরদারি চালানো হবে।

 

আর ও পড়ুন  Metro চলাচলের সময়সীমা বাড়লো কলকাতায়, খুশী Metro যাত্রীরা

 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই বছরও দর্শকশূন্য থাকবে রেড রোড। করোনার কারণে সমস্ত বিধি নিষেধে কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনেও কড়া ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ এবং জিআরপিএফ কড়া তল্লাশি চালাচ্ছে।  রেলওয়ে স্টেশনগুলিতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।অন্যদিকে গোটা দেশজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

বিশেষ করে রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি রয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মী এই মুহূর্তে দিল্লির নিরাপত্তায় রয়েছে।

 

বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতায়  Independes Day  উপলক্ষ্যে  দর্শকশূন্য রেড রোডের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন। স্বাধীনতা দিবস নিয়ে  কলকাতাতেও চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। Kolkata -র  রেড রোডেও এখন চরম প্রস্তুতি। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে শহর  Kolkata -কে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top