ছাতনার পুকুরে মিলল ৮৮ টি Mobile ফোন, ই ওয়ালেট যোগ খুঁজছে পুলিশ

ছাতনার পুকুরে মিলল ৮৮ টি Mobile ফোন, ই ওয়ালেট যোগ খুঁজছে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ছাতনার পুকুরে মিলল ৮৮ টি Mobile ফোন, ই ওয়ালেট যোগ খুঁজছে পুলিশ
ছবি সংগ্রহে ; সাইন টিবি

বাঁকুড়ার ই ওয়ালেট জালিয়াতি কান্ডে গ্রেফতার হল আরো এক ব্যাক্তি । গতকাল রাতে বাঁকুড়া সদর থানার কুমিদ্যা গ্রাম থেকে বিভাস কর্মকার নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ । এই ব্যাক্তিকে নিয়ে ই ওয়ালেট জালিয়াতির ঘটনায় মোট দশ জন্ ব্যাক্তিকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । শনিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আদালত তাকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ।

 

পুলিশ সূত্রে জানা গেছে কুমিদ্যা মোড়ে ধৃত বিভাস কর্মকারের একটি স্টুডিও রয়েছে । সেই স্টুডিওতে বসে কম্পিউটারের ফটোশপ সফটওয়্যারের সাহায্যে বিভাস মনগড়া তথ্য ও ছবি দিয়ে নকল আধার কার্ড তৈরি করত । সেই নকল আধার কার্ডের সফট কপি পাঠিয়ে দেওয়া হত স্থানীয় বেলিয়াডি গ্রামের মোবাইল সংস্থার সিম কার্ড ডিলার মানস সাহানার কাছে ।

 

মানস সাহানা ওই নকল আধার কার্ডের ভিত্তিতে একের পর এক সিম কার্ড আক্টিভেট করে তা পাঠিয়ে দিত ই ওয়ালেট জালিয়াতি কান্ডের মাস্টার মাইন্ড অভিষেক মন্ডলের কাছে । এদিকে ই ওয়ালেট জালিয়াতির তদন্তের মাঝেই শুক্রবার রাতে বাঁকুড়ার ছাতনা থানার আড়রা গ্রামের কাছে জেটিয়া নামের একটি পুকুরে জলের ধার থেকে প্রায় ৮৮ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ।

 

আর ও পড়ুন  Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!

 

স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে মোবাইল ( Mobile ) ফোনগুলি পড়ে থাকতে দেখে ছাতনা থানায় খবর দিলে পুলিশ সেগুলি উদ্ধার করে । এই ঘটনার সঙ্গে ই ওয়ালেট জালিয়াতি কান্ডের যোগ খুঁজছে বাঁকুড়া জেলা পুলিশ । পুলিশের একটি সূত্র জানিয়েছে বাঁকুড়ায় ই ওয়ালেট জালিয়াতি কান্ড সামনে আসার পর একই ধরনের অপরাধে সক্রিয় অপর কোনো জালিয়াত চক্র পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে মোবাইল ( Mobile ) ফোনগুলি পুকুরের ধারে ফেলে গেছে । এই মোবাইল ফোনগুলি কে বা কারা ফেলে গেছে জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।

 

জানা  গিয়েছে,  গতকাল রাতে বাঁকুড়া সদর থানার কুমিদ্যা গ্রাম থেকে বিভাস কর্মকার নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ । এই ব্যাক্তিকে নিয়ে ই ওয়ালেট জালিয়াতির ঘটনায় মোট দশ জন্ ব্যাক্তিকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । শনিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আদালত তাকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top