
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে নিজের লেখা একটি দেশাত্মবোধক গান সবার জন্য উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দেশবাসী জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মের সমন্বয় পরবর্তীতে এই দেশ গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখা আমাদের আজকের শপথ।১৫ অগাস্টের সকালে তিনি ফের টুইট করে শুভেচ্ছা জানান দেশবাসীকে।
টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, স্বাধীনতার ৭৫তম দিবসে আসুন আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজকে শক্তিশালী করি। যাঁরা এই দিন আনার জন্য একটি দীর্ঘ এবং কঠিন যুদ্ধ করেছেন তাঁদের আত্মত্যাগ আমারা কখনই ভুলব না। আমার সকল ভাই-বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!
আর ও পড়ুন ৭৫ তম Independence Day-তে উন্নয়ন নিয়ে যা বললেন মোদি
পাশাপাশি, মমতা নিজের লেখা গান টুইট করে লিখেছিলেন, ‘ ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস দেশমাতৃকাকে আমার প্রনাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনার একটি গান রইল সবার জন্য। মমতার লেখা দেশমাতৃকার গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইট বার্তায় সবাই মিলে স্বাধীনতা রক্ষা করার জন্য অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন।
গান ও টুইট উভয় ক্ষেত্রেই তিনি স্বাধীনতা সংগ্রামীদের অসীম শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, বাংলা থেকে নতুন জাগরণ হয়। বাংলা আবারও দেশকে পথ দেখাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। প্রকারান্তরে তিনি বিজেপিকেই কড়া বার্তা দিয়েছেন। নাম না করেই তিনি আহ্বান জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
স্বাধীনতা দিবসের দিন দেশবাসীকে উদ্দেশ্যে করে তাঁর লেখা গান ও টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে মমতা যে বার্তা দিয়েছেন, তা আগামীর পথ দেখানোর লক্ষ্যে। এদিন রেড রোডে পতাকা তোলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তাঁর বক্তব্য স্পষ্ট করে দেন।
এবার রেড রোডে তাঁর ভাষণে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে স্বাধীনতা দিবসে দেশমাতৃকার গান লিখে দেশবাসীকে শুভেছা জানানো এক অভিনব ব্যাপার।
উল্লেখ্য, টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, স্বাধীনতার ৭৫তম দিবসে আসুন আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজকে শক্তিশালী করি। যাঁরা এই দিন আনার জন্য একটি দীর্ঘ এবং কঠিন যুদ্ধ করেছেন তাঁদের আত্মত্যাগ আমারা কখনই ভুলব না। আমার সকল ভাই-বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!



















