Porimoni -এর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

Porimoni -এর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

Porimoni -এর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল Porimoni -কে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। পরী মণিকে কারাগারে পাঠানোর আদেশের পর ডিভিশন প্রাপ্তির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মজিবুর রহমান। পরী মণির ডিভিশনের আবেদনে বলা হয়েছে, ফোবর্স ম্যাগাজিনে তাঁর নাম এসেছে। সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে তাঁর পক্ষে ডিভিশনের আবেদন জানাচ্ছি।

আর ও পড়ুন  Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!

এরপর বিচারক কারাবিধি অনুসারে কারা কর্তৃপক্ষকে ডিভিশনের নির্দেশ দেন। এর আগে পরী মণিকে আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে পরী মণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ ধাক্কা খেল এবার ISRO, কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ ইওএস-০৩

এর আগে গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরী মণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top