
আজ ১৬ আগষ্ট। আজ খেলে ববে দিবস ( Khela Hobe Diwas )।আজ পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করছে তৃণমূল। দলীয় নেতৃত্বের নির্দেশে ত্রিপুরায়ও পালিত হল ‘খেলা হবে দিবস’ ( Khela Hobe Diwas )। সোমবার সকাল সকাল ফুটবল নিয়ে নেমে পড়লেন তৃণমূল সাংসদরা। এদিন সকালে আগারতলার রাস্তায় মিছিল করেন তৃণমূল সাংসদরা। দলে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেনরা। এরপর আগরতলার আস্তাবল মাঠে ফুটবল খেলেন তাঁরা। বল নিয়ে জাগলিং করেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলে শট মারেন শান্তনু সেন, অপরূপা পোদ্দাররা।ত্রিপুরা ছাড়াও উত্তরপ্রদেশ এবং গুজরাটের গোধরায় ‘খেলা হবে দিবস’ ( Khela Hobe Diwas ) পালনের পরিকল্পনা ছিল তৃণণূলের। তবে শেষ মুহূর্তে সেখানে কর্মসূচির অনুমতি বাতিল করা হয় বলে তৃণমূলের অভিযোগ।
তবে ত্রিপুরায় হাজারও বাধাবিপত্তির মধ্যেও ‘খেলতে’ মরিয়া ছিলেন দলের সাংসদরা। এই বিশেষ দিনে ফুটবল ম্যাচের জন্য তৈরি হয়েছে নতুন জার্সি – জিতবে ত্রিপুরা। প্রসঙ্গত, এটাই আগামী তেইশে ত্রিপুরা জয়ে তৃণমূলের মূল স্লোগান।এই ‘খেলা হবে’ দিবসকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে থেকেই ত্রিপুরায় রয়েছেন তৃণমূলের ৮ সাংসদ। এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষের মতো মহিলা সাংসদরাও রয়েছেন। ছিলেন দোলা সেন, অপরূপা পোদ্দারও।
কিন্তু রবিবার সাবলুম নন্দীগ্রাম এলাকায় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তাঁরা হামলার মুখে পড়ে আক্রান্ত হন। দোলা সেনের আপ্ত সহায়কের আঘাত অনেক বেশি। তাই তাঁরা তড়িঘড়ি কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসা করান। এই পরিস্থিতিতে ‘খেলা হবে’ দিবসের ঠিক আগে তৃণমূলের প্রতিনিধিদলকে ধাক্কা দেওয়ার উদ্দেশে হামলা চললেও সোমবার সকালে স্বমহিমায় মাঠে দাপিয়ে বেড়ালেন দলের অন্যান্য সাংসদরা। বুঝিয়ে দিলেন, ত্রিপুরায় রাজনৈতিক জমি দখলের লক্ষ্য থেকে এত সহজে তৃণমূলকে বিচ্যুত করা যাবে না।
এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়,’মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে খেলা হবে স্লোগান দিয়েছিলেন। সংসদে গিয়ে দেখেছি বিরোধী দলের সাংসদরাও বলছেন খেলা হবে। অবিজেপি শক্তিগুলির কাছে ব্র্যান্ড স্লোগান হয়ে গিয়েছে। ত্রিপুরার ৬০টি বিধানসভার প্রতিটি ব্লকে খেলা হবে দিবসের অনুষ্ঠান হবে।’ সাংবাদিক বৈঠক শেষে বল নিয়ে তৃণমূল সাংসদরা স্লোগান দেন,’এই মাটিতে খেলা হবে। ত্রিপুরায় খেলা হবে।’ ফুটবল নিয়ে কেরামতি দেখান তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’এই তো সবে শুরু হল। আমরা সকলেই প্লেয়ার। এখনই আমরা ২০০০ গোলে এগিয়ে গিয়েছি। ২০২৩ সালে দেখিয়ে দেব। তৃণমূলের মুখ্যমন্ত্রী হবে ত্রিপুরায়।’