পশ্চিম মেদিনীপুর ( West Midnapore) জেলা তৃণমূলের সভাপতি হলেন সুজয় হাজরা

পশ্চিম মেদিনীপুর ( West Midnapore) জেলা তৃণমূলের সভাপতি হলেন সুজয় হাজরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
West Midnapore
পশ্চিম মেদিনীপুর ( West Midnapore ) জেলা তৃণমূলের সভাপতি হলেন সুজয় হাজরা
ছবি সংগ্রহে ; সাইন টিভি

এক ব্যক্তি এক পদ কে গুরুত্ব দিলো তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে সোমবার লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন অজিত মাইতি ।পশ্চিম মেদিনীপুর জেলাকে দুটি সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি পশ্চিম মেদিনীপুর ( West Midnapore ) সাংগঠনিক জেলা ,আর একটি ঘাটাল সাংগঠনিক জেলা।

 

পশ্চিম মেদিনীপুর ( West Midnapore ) সাংগঠনিক জেলার নতুন সভাপতি করা হয়েছে সুজয় হাজরা কে, চেয়ারম্যান করা হয়েছে বিধায়ক দিনেন রায় কে, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি করা হয়েছে সন্দীপ সিংহ কে, মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি করা হয়েছে কল্পনা শিট কে ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে শৈবাল গিরি কে। অপরদিকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে ঘাটাল দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশীষ হুতাইত কে, চেয়ারম্যান করা হয়েছে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পন্ডা কে, যুব তৃনমূলের সভাপতি করা হয়েছে দিপালী সিংহ কে ,মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে কাবেরী চ্যাটার্জিকে ।

 

সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির কার্যালয় থেকে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ করা যায় যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাবিদার ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা।

 

কিন্তু দল জুন মালিয়া কে প্রার্থী করে। জুন মালিয়া বিধায়ক নির্বাচিত হয়েছেন ।তাই সুজয় হাজরা কে দলের সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়। সুজয় হাজরা প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন এবং তার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। মাওবাদী জমানায় নিজের জীবন বিপন্ন করে বিভিন্ন এলাকায় ছুটে গিয়েছেন অসহায় মানুষের কাছে।

 

আর ও পড়ুন  আজ রাজ্য জুড়ে পালিত হল ‘খেলা হবে’ দিবস ( Khela Hobe Dibas )

 

তেমনি করোনা পরিস্থিতিতে তিনি প্রতিদিন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন ।প্রার্থী না করলেও বিধানসভা নির্বাচনে জুন মালিয়া কে জয়ী করার জন্য তিনি সারাদিন পরিশ্রম করেছেন। তরুণ প্রজন্মের কাছে তার গুরুত্ব আলাদা। তাই সুজয় হাজরা কে জেলা সভাপতি করায় তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে বলে সকলেই অনুমান করছেন। সেইসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে সন্দীপ সিংহ কে।

 

সন্দীপ সিংহ বর্তমান শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী করা হয়েছে কেশিয়াড়ির কল্পনা শিট কে, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি কে ।এক কথায় বলা যায় যে তারুণ্যের জয়জয়কার । পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাথে থাকছে গড়বেতা, শালবনী ,মেদিনীপুর, খড়গপুর গ্রামীণ, খড়গপুর শহর, নারায়ণগড় ,কেশিয়াড়ি ও দাঁতন বিধানসভা এলাকা ।

 

অপরদিকে ঘাটাল সাংগঠনিক জেলার সাথে থাকছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর ,ডেবরা, পিংলা এবং সবং বিধানসভা এলাকা। তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি সুজয় হাজরা বলেন দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং দলের প্রবীণ নেতাদের সাথে আলোচনা করে কি কি কাজ করলে দল আরো শক্তিশালী হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করার চেষ্টা করবেন বলে জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top