লর্ডস টেস্টের (Lord’s Test) শেষ দিনে অবিশ্বাস্য জয় ভারতের ( India )

লর্ডস টেস্টের (Lord’s Test) শেষ দিনে অবিশ্বাস্য জয় ভারতের ( India )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
India
লর্ডস টেস্টের শেষ দিনে অবিশ্বাস্য জয় ভারতের ( India )
ছবি সংগ্রহে সাইন টিভি

লর্ডস টেস্টে ( Lord’s Test ) অবিশ্বাস্য জয় ভারতের ( India ) । ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ( Lord’s Test ) ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত ( India ) । মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের থামিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল। গতকাল সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়েছে ভারত ( India ) । রানের দিক দিয়ে এ্টাই সফরকারীদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

লর্ডস টেস্টের ( Lord’s Test ) শেষ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৭২। এই রান তুলতে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তাতেই জমে ওঠে ম্যাচ। মোটামুটি তখন ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এরপর থেকে উইকেটে ধুঁকতে থাকে ইংল্যান্ড। কিছুটা হাল ধরার চেষ্টা চালান মইন আলি ও জস বাটলার। উইকেটে পড়ে থাকাতেই নজর দেন তারা। টিকেও যান দুজন। এই জুটি ভেঙে ভারতকে স্বস্তি এনে দেন সিরাজ। তাঁর বল মঈনের ব্যাট ছুঁয়ে যায় প্রথম স্লিপে। কোনো ভুল করেননি কোহলি। এতে ভাঙে ৯৫ বল খেলা ২৩ রানের জুটি।

 

মঈনের পর একইরকম ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে যান স্যাম কারান। প্রথম ইনিংসের পর এবারও গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন তিনি। লর্ডসে এটাই ‘কিং পেয়ার’ এর প্রথম নজির। সতীর্থরা ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বাটলার। চেষ্টা করেন শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে টিকে থাকার। তাঁকে মাঝে কিছুটা সঙ্গ দিয়ে আশা জাগান রবিনসন। এক পর্যায়ে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ভারত। বুমরাহর বোলিংয়ে ভেস্তে যায় ইংলিশদের ড্র করার চিন্তা। রবিনসনকে এলবিডব্লিউতে ফেরান তিনি। ভারত ভাঙে বাটলার-রবিনসনের ৭৬ বলের জুটি। এরপর শেষে দিকে বাটলার ও জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে দলকে জয় এনে দেন সিরাজ। দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তিনি। ৩টি উইকেট পান বুমরাহ। মোহাম্মদ শামি পান একটি উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৬৪

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯১

ভারত ২য় ইনিংস: ১০৯.৩ ওভারে ২৯৮/৮ ইনিংস ঘোষণা (পান্ত ২২, ইশান্ত ১৬, শামি ৫৬, বুমরাহ ৩৪; অ্যান্ডারসন ২৫.৩-৬-৫৩-০, রবিনসন ১৭-৬-৪৫-২, উড ১৮-৪-৫১-৩, কারান ১৮-৩-৪২-১, মইন ২৬-১-৮৪-২, রুট ৫-০-৯-০)।

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭২) ৫১.৫ ওভারে ১২০ (বার্নস ০, সিবলি ০, হামিদ ৯, রুট ৩৩, বেয়ারস্টো ২, বাটলার ২৫, মইন ১৩, কারান ০, রবিনসন ৯, উড ০*, অ্যান্ডারসন ০; বুমরাহ ১৫-৩-৩৩-৩, শামি ১০-৫-১৩-১, জাদেজা ৬-৩-৫-০, সিরাজ ১০.৫-৩-৩২-৪, ইশান্ত ১০-৩-১৩-২)।

 

ফল: ভারত ১৫১ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top