
সাইন টিভি ডেস্কঃ শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেফতার মা ( Mother )। পারিবারিক অশান্তির জেরে মা ( Mother ) নিজের শিশু পুত্রকে জলে ভাসিয়ে দিল।গ্রামবাসীদের চেষ্টায় শিশুটির দেহ উদ্ধার করে পুতে দেওয়া হয়।পুলিশ সাত মাসের শিশু পুত্রকে হত্যার অভিযোগে তার মা কে গ্রেফতার,করেছে। এই ঘটনাটি ঘটেছে জামবনি থানার ফুলবেড়িয়া গ্রামে।পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম রূপালি নায়েক। পুলিশের কাছে তার শ্বাশুড়ি গীতা নায়েকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই মহিলাকে দুদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
আর ও পড়ুন কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )
পুলিশ জানিয়েছে রূপালির শ্বশুর বাড়ি জামবনি থানার কাপাসিয়া গ্রামে। গত প্রায় দেড় বছর ধরে পরিবারিক অশান্তির কারনে ফুলবেড়িয়া গ্রামে বাপের বাড়িতে ছিল।রূপালির স্বামী খোকা নায়েক দিন মজুরি করে। বাড়িতে টাকা পয়সা দিত না বলে স্ত্রীর সাথে প্রায় ঝামেলা লেগে থাকত।এই কারনে সে বাপের বাড়ি চলে গিয়েছিল। তাদের সাত মাসের একটি পুত্র সন্তান ছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে গ্রামের কাছে শিশুটিকে ডুলুং নদীর জলে ছুড়ে দেয় মা ( Mother )।এলাকার মানুষ জন মনে করেন শিশুটি নদীর জলে ভেসে গিয়েছে কোন ভাবে।
তারা উদ্ধার করলে ততক্ষনে মারা যায় শিশুটি।এরপর মৃত শিশুটিকে পুতে দেওয়া হয়।অন্য দিকে পুলিশ বিভিন্ন সূত্রে বিষয়টি জানতে পারে।পরে গীতা নায়েকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপালিকে গ্রেফতার করে। এদিন পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।