
১৮ আগস্ট বুধবার সকাল থেকে কোভিড বিধি মেনে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের খুলে দেওয়া হলো বেলুড় মঠ (Belur Math) । স্বভাবতই এদিন সকাল ৮টা থেকে মঠ খোলায় খুশি সকলে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টে থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই বেলুড় মঠে (Belur Math) প্রবেশ করতে হবে। তবে মঠে প্রবেশের (entry) ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে প্রত্যেক ভক্ত দর্শনার্থীকে। মঠের প্রধান ফটকের বাইরে বাঁধা হয়েছে দর্শনার্থীদের অপেক্ষার জন্য ছাউনি।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে দূরত্ব বিধি মেনে দাঁড়িয়ে কঠোর কোভিড বিধির মধ্যে দিয়ে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশ (entry) করতে হচ্ছে। মঠের প্রধান গেটে পুলিশ ও ভলেন্টিয়াররা রয়েছেন। মঠে প্রবেশের জন্য মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আর ও পড়ুন ‘আফসোস’ শ্রাবন্তীর (Srabonti), অবশেষে ফিরে এলেন নিজের ছেড়ে যাওয়া রাজ্যে
এছাড়াও মঠে প্রবেশের সময় হাত জীবানুমুক্ত করানো হচ্ছে। মাপা হচ্ছে শরীরের তামপাত্রা। পরস্পরের মধ্যে দূরত্ব বিধি মেনে চলতে বলা হয়েছে। এছাড়াও এবার মঠে প্রবেশের (entry) ক্ষেত্রে প্রত্যেক ভক্ত ও দর্শনার্থীকে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ শংসাপত্র দেখাতে হচ্ছে।
সেগুলো পুলিশ পরীক্ষা করে দেখছেন। এছাড়াও নিজের পরিচয়পত্র হিসেবে আধার, প্যান বা ভোটার পরিচয়পত্রের যে কোনও একটি গেটে দেখাতে হচ্ছে। এসব পরীক্ষার জন্য মূল গেটের বাইরে ডেস্কও করা হয়েছে।
সেখানে সব নথি দেখিয়ে ছাড়পত্র মিললে তবেই এদিন থেকে মঠে প্রবেশের অনুমতি মিলছে। মঠের ভিতরেও মন্দিরে প্রবেশের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। বলা হয়েছে মন্দিরে দর্শনের সময় অযথা ভিড় করা যাবে না। সন্ন্যাসীদের দর্শন অথবা পায়ে হাত দিয়ে প্রণামের অনুমতিও নেই ভক্তদের জন্য।
উল্লেখ্য, এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টে থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই বেলুড় মঠে (Belur Math) প্রবেশ করতে হবে। তবে মঠে প্রবেশের (entry) ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে প্রত্যেক ভক্ত দর্শনার্থীকে। মঠের প্রধান ফটকের বাইরে বাঁধা হয়েছে দর্শনার্থীদের অপেক্ষার জন্য ছাউনি।