ভাগীরথীর (Bhagirathi) ভাঙ্গনে শান্তিপুর (Shantipur) এলাকায় ঘরবাড়ি বিলীন হয়ে গেল জলের তলায়

ভাগীরথীর (Bhagirathi) ভাঙ্গনে শান্তিপুর (Shantipur) এলাকায় ঘরবাড়ি বিলীন হয়ে গেল জলের তলায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Bhagirathi
ভাগীরথীর (Bhagirathi) ভাঙ্গনে শান্তিপুর (Shantipur) এলাকায়  ঘরবাড়ি বিলীন হয়ে গেল জলের তলায়
ছবি সংগ্রহে; ; সাইন টিভি

 

একটানা বলা যায়   গঙ্গার ভাঙন অব্যাহত,। এবার পরপর প্রায় ছয়টি বাড়ি তলিয়ে গেল গঙ্গাবক্ষে। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে স্থানীয়রা। নদীয়ার শান্তিপুর (Shantipur)  পৌরসভা এলাকার ঘটনা। উল্লেখ্য নদীয়ার শান্তিপুর (Shantipur)  পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে।

 

গতকাল রাত থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হয়। নিমেষেই চোখের সামনে বেশ কয়েকটি বসতবাড়ি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে একাধিক পরিবার স্থানীয় একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছেন। বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়।

 

স্থানীয়দের অভিযোগ গঙ্গা ভাঙ্গন এই প্রথম নয় প্রতিবছর নিয়মিতভাবে ভাঙন চলতে থাকে। প্রশাসনসহ জনপ্রতিনিধিরা সকলকেই এসে গঙ্গার পাড় বাঁধানো হবে বলে আশ্বাস দিয়ে যান। তাদের দাবি এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম শুদ্ধ গঙ্গাবক্ষে তলিয়ে যাবে।

 

আর ও পড়ুন  কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)

 

তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙ্গন রোধ করার কোন ব্যবস্থা করুক। এ বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক বলেন, ইতিমধ্যেই শান্তিপুরের বিডিও এবং জেলা শেষ দপ্তরের সাথে কথা হয়েছে।

 

আজ থেকেই প্রাথমিকভাবে তারা সরজমিনে খতিয়ে দেখে কাজ শুরু করবে বলে জানা গেছে। তবে বড় একটি প্রকল্প আসতে চলেছে সেটা শুরু হলে অনেকটা সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন।

 

প্রতিবছরই গঙ্গার এই ভাঙ্গনের জেরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। জমি জায়গা  ও বাড়িঘর হারিয়ে অনেকেই সহায় সম্বলহীন হয়ে পড়েন। যে ঘটনার পুনরাবৃত্তি এই বছরেও ঘটায় সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top