ফের মুখোমুখি হবে সোনিয়া-মমতা (Sonia-Mamata)

ফের মুখোমুখি হবে সোনিয়া-মমতা (Sonia-Mamata)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফের মুখোমুখি হবে সোনিয়া-মমতা ( Sonia-Mamata )
ছবি সংগ্রহে সাইন টিভি

মোদীকে পরাস্ত করতে ফের মুখোমুখি হচ্ছেন সোনিয়া-মমতা ( Sonia-Mamata )। তবে এবার সরাসরি নয়, ভার্চুয়ালি। প্রায় এক মাস আগে দিল্লিতে সোনিয়া ( Sonia ) গান্ধীর সঙ্গে দেখা করে যে বিরোধী ঐক্যের বীজ বপন করে এসেছিলেন তারই শান দিতে বৈঠক ডেকেছেন সোনিয়া ( Sonia ) গান্ধী। তিনি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। তাতে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ( Sonia ) বন্দ্যোপাধ্যায়। সব অবিজেপি দলগুলিতে বৈঠকে আহ্বান জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে উপস্থিত থাকার কথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেরও। কেন্দ্রে বিজেপির নীতিতে সমর্থন করলেও রাজ্য শাসনে অবিজেপি দলগুলির পাশে থাকছে শিবসেনা।

 

এই বিরোধী ঐক্যের প্রস্তাব নিয়ে সোনিয়ার কাছে প্রথম গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল সিবলের বাড়িতে একাধিক অবিজেপি রাজনৈতিক দল বৈঠক করেছিলেন। কিন্তু তাতে ছিল না কংগ্রেস। এবার সোনিয়া গান্ধী নিজে ডেকেছেন বৈঠক। ফের ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর ও পড়ুন    পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?

সূত্রের খবর ২০২৪-কে সামনে রেখেই বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। সূত্রের খবর পেগাসাস, কৃিষ আইন, এবং করোনা ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে মোদী সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও আফগানিস্তান ইস্যুতেও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, গুজরাত, হিমাচলপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধান সভা নির্বাচন। সেসব রাজ্যে কোন স্ট্র্যাটেজিতে চলবে বিরোধীরা এই নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সোনিয়া গান্ধী এই ভার্চুয়াল বৈঠকে প্রায় ১৫টি অবিজেপি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন।

 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে,তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যোগ দিতে পারেন সনিয়ার ডাকা এই বৈঠকে। এছাড়া সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম, সিপিআই এবং জেডিএস-সহ মোট ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা থাকতে পারেন। সোনিয়া ছাড়াও বৈঠকে থাকতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। বিকেল চারটে নাগাদ বৈঠক হওয়ার কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top