
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আফগানিস্তানের কাবুলে (Kabul) আটকে পড়া বাংলার মানুষদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে কথা বলেছেন প্রধানমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রীর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাবুলে (Kabul) থাকা এখানকার পরিবারের লোক জনেরা। সকলেই আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে তৎপরতায় আমাদের ঘরের সন্তান ফিরে আসবে এই আশায় বুক বেঁধেছেন অনেকেই।
জানা গিয়েছে যে নদীয়ার তাহেরপুর থানার জে ব্লকের বাসিন্দা কৃষ্ণ দাস, এবং তাহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক ঘোষ দুজনেই আফগানিস্তানের কাবুলে (Kabul) সেনাবাহিনীর রান্নার কাজ করেন একটি সংস্থার মাধ্যমে ।
আর ও পড়ুন না পালালে মেরে ফেলত, শীঘ্রই আফগানিস্তানে ফিরব : আশরফ ঘানি (Ashraf Ghani)
ছ’মাস অন্তর অন্তর ছুটিতে বাড়িতে আসেন, গত জানুয়ারি মাসে এসে আবার ফেব্রুয়ারি মাসে চলে যান। তবে নিয়মিত দুই পরিবারের সাথেই ওই দুইজনের ফোনে যোগাযোগ আছে বলেই জানা গেছে পরিবার সূত্রে, তাতে ওখানে খুব বেশি সমস্যার কথা জানতে পারেননি তারা তবে পরিবারের সদস্য ঐরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের অন্য সদস্যরা ।
ওই দুই পরিবারের সাথে দেখা করতে বাড়িতে উপস্থিত হয়েছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী, দীর্ঘক্ষন আলাপচারিতার মধ্য দিয়ে পরিবারকে আশ্বস্ত করেন তিনি। তাহেরপুর থানার পক্ষ থেকেও নাম ঠিকানা ফোন নাম্বার ছবি যাবতীয় প্রমাণপত্র নিয়ে গেছেন বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।
আর ও পড়ুন পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?
কৃষ্ণ দাসের পরিবারে বৃদ্ধ মা 8 বছরের কন্যা এবং স্ত্রী রয়েছেন, অন্যদিকে অশোক ঘোষের পরিবারে বাবা মা স্ত্রী এবং ছোট ছেলে এবং এক মেয়ে প্রত্যেকেই উৎকণ্ঠায় রয়েছেন পরিবার সদস্যর ঘরে ফেরার অপেক্ষায়! তবে শুধুমাত্র এই দুই পরিবার নয়!
আরো পৃথক দুটি পরিবারের সদস্যও কাবুলে আটকে আছেন বলে জানা গেছে এলাকায় সূত্রে। উৎকণ্ঠায় থাকলেও পরিবারের লোকজন এরা আশায় বুক বেধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ এবং তৎপরতায় আমাদের ঘরের সন্তান ফিরে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা।



















