‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন সুপারস্টার  অক্ষয় কুমার (Akshay Kumar)

‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন সুপারস্টার  অক্ষয় কুমার (Akshay Kumar)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Akshay Kumar
‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন সুপারস্টার  অক্ষয় কুমার (Akshay Kumar)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar)  সবশেষ  ‘গুড নিউজ’ সিনেমা মুক্তি পেয়েছিল আজ থেকে  ১৮ মাস আগে। তারিখটা ছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। তারপর থেকে দীর্ঘ বিরতি। অবশেষে  দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন সুপারস্টার  অক্ষয় কুমার (Akshay Kumar)  ।  আর করোনা মহামারি সত্ত্বেও মুক্তির দিন  ওই সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছিলো  তিন কোটি টাকার  বেশি।

জানা গিয়েছে,  ‘বেল বটম’ ভারতে মুক্তি পেয়েছে দেড় হাজার পর্দায়, সাড়ে চার হাজারের বেশি শোয়ে। কোভিড মহামারির কারণে প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। দেশের  বেশির ভাগ রাজ্যে করোনা-পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে। তবু বাণিজ্য-পূর্বাভাস, এ সিনেমা মুক্তির দিন ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি টাকা থেকে ৩.২৫ কোটি টাকা।

 

চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল ‘রুহি’, যে সিনেমায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর, মুক্তির দিন সংগ্রহ করেছিল ৩.০৬ কোটি  টাকা। আর জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ সংগ্রহ করেছিল ২.৮২ কোটি টাকা। ‘বেল বটম’ মহারাষ্ট্রের প্রধান প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়নি, যা আসলে এ ফিচার ফিল্মের ৩০ শতাংশ অবদান রাখার কথা।

 

আর ও পড়ুন    কাবুলে (Kabul) সেনাবাহিনীর রান্নার কাজ করা তাহেরপুরের দুই যুবককে ঘিরে উৎকণ্ঠা

 

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথম হিন্দি সিনেমা হিসেবে  (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে ‘বেল বটম’। ইন্ডাস্ট্রির আশা, এ সিনেমা সম্মানজনক অর্থ সংগ্রহ করবে আর এর মধ্য দিয়ে ফের সিনেমা হলের চাকা সচল হবে। আশা করা হয়েছিল, মুক্তির দিন এ সিনেমা পাঁচ থেকে ছয় কোটি টাকা  সংগ্রহ করবে, তবে বাণিজ্য বিশ্লেষকদের সে আশায় কিছুটা ভাটা পড়েছে। অবশ্য অল্প সময়ের মধ্যেই জানা যাবে প্রকৃত অঙ্কের হিসাব।

 

মুক্তির দিন তিন কোটি  টাকা সংগ্রহের অর্থ দাঁড়ায়, সপ্তাহান্তে অর্থাৎ চার দিনে (বৃহস্পতি-রোববার) ১৫ কোটি টাকার  বেশি অর্থ সংগ্রহ করবে সিনেমাটি।

 

‘বেল বটম’ পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। প্রযোজনা করেছে ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর ও লারা দত্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top