দেশ জুড়ে তোলপাড়া ফেলে দেওয়া পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Sethi)। তিন সপ্তাহ পরে গত ১৭ আগস্ট শুটিংয়ে ফেরেন তিনি। ১৭ আগস্ট ওই শোয়ের একটি পর্বের শুটে অংশ নেন শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে সেটে ফেরায় নাচ ভিত্তিক রিয়েলিটি শোয়ের টিম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
আর ও পড়ুন রেলের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ডাক রেল হকারদের (Rail hawkers)
সুত্রের খবর, শুধু সন্তান আর পরিবারের কথা বিবেচনা করে শুটিং সেটে ফেরেননি শিল্পা (Shilpa Sethi), নিজের মানসিক অবস্থার পরিবর্তনের জন্যও সেটে ফিরেছেন। সুপার ড্যান্সার টিম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সহ-বিচারক অনুরাগ বসু ও গীতা কাপুর তাঁর প্রতি সহমর্মিতা জানালে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেছিলেন, সহ-বিচারক শিল্পা শেঠিকে (Shilpa Sethi) খুব মিস করছেন অনুষ্ঠান-সংশ্লিষ্ট সবাই। শো-টি তাঁদের কাছে পরিবারের মতো। আর শিল্পা সবার প্রিয়।
এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি। অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাঁকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়।
শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি। অন্যদিকে, ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।
চলতি বছরে মে মাসেও অবশ্য এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিল্পা শেঠি। সে সময় তাঁর পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করেন মালাইকা অরোরা। শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফেরেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ২৩ জুলাই। এতে শিল্পা ছাড়াও অভিনয় করেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।