এবার প্রকাশ্যে এল আফগান পপ তারকা আরিয়ানা (Ariana) কোথায় আছেন

এবার প্রকাশ্যে এল আফগান পপ তারকা আরিয়ানা (Ariana) কোথায় আছেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Ariana
এবার প্রকাশ্যে এল আফগান পপ তারকা আরিয়ানা ( Ariana ) কোথায় আছেন
ছবি সংগ্রহে সাইন টিভি

আফগানিস্তান ছেড়ে এখন কোথায় আছেন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা ( Ariana )? সোমবার সূত্রের খবরে বলা হয়, আফগান পপ সঙ্গীত তারকা আরিয়ানা ( Ariana ) সাইদ বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছেন। পরে তুরস্কের ইস্তানবুলে নিজ বাড়িতে যাবেন তিনি।   কিন্তু তালেবান ক্ষমতায় আসায় দেশে থাকাটা নিরাপদ মনে করেননি তিনি। আরিয়ানা ( Ariana ) ইনস্টাগ্রামে তার ১৩ লাখ ফলোয়ারকে জানিয়ে লিখেছেন, ‘ভুলে যাওয়া যাবে না – এমন কয়েকটি রাত্রির পর আমি সুস্থ ও বেঁচে আছি।

 

আমি কাতারের দোহায় আছি এবং ইস্তানবুলে যাওয়ার জন্য পরবর্তী ফ্লাইটের অপেক্ষা করছি।’তালেবানরা কাবুল দখলের পর প্রাণভয়ে দেশ ছাড়েন আরিয়ানা। বেড়ে উঠেছেন ইউরোপে। তার পোশাক-পরিচ্ছেদেও সেই ছাপ স্পষ্ট। খোলামেলা পোশাক পরে আফগানিস্তানে মঞ্চ কাঁপিয়েছেন তিনি। একটি টেলিভিশন রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বও পালন করেছিলেন।

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

আফগানিস্তানের জনপ্রিয় এ পপ-তারকা সম্প্রতি মার্কিন বিমানে দেশ ছাড়েন। আফগানিস্তানের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কাজ করেছেন তিনি।  জন্ম আফগানিস্তানের কাবুলে হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি কখনও সুইজারল্যান্ডে, কখনও লন্ডনে কাটিয়েছেন। সেই থেকেই পশ্চিমা ভাবধারায় বেড়ে ওঠা।    আরিয়ানা যখন আট বছরের, তখন মা-বাবার হাত ধরে পাকিস্তানের পেশোয়ারে চলে যান। তারপর সেখান থেকে সুইজারল্যান্ড।

 

সঙ্গীতের প্রতি তার ঝোঁক দেখে ১২ বছর বয়সেই একটি মিউজিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন বাবা।  ২০১১ সাল পর্যন্ত তিনি আফগানিস্তানে প্রবেশ করেননি। ২০১১ সালে আফগানদের মধ্যে তার ‘আফগান পেশারক’ গানের জনপ্রিয়তা দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন জন্মস্থানে ফিরে যাওয়ার। সেই থেকে ছিলেন আফগানিস্তানেই।    তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে দাপিয়ে বেড়িয়েছেন পুরো দেশ। বিভিন্ন অনুষ্ঠানে ছুটে গেছেন। ‘আফগানিস্তানের কণ্ঠ’ হিসাবে সমাদৃত হয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top