Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Bainan Gram Panchayat showing Lakshi's treasure government camp door

দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার (Lakshi’s treasure) থিম দিশা দেখাচ্ছে বাইনান গ্রাম পঞ্চায়েত

দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার (Lakshi’s treasure) থিম দিশা দেখাচ্ছে বাইনান গ্রাম পঞ্চায়েত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Lakshi's treasure
দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার (Lakshi's treasure) থিম দিশা দেখাচ্ছে বাইনান গ্রাম পঞ্চায়েত
ছবি সংগ্রহে সাইন টিভি

 

 

দুর্গাপুজার আগেই লক্ষীর ভান্ডারের (Lakshi’s treasure)  অভিনব থিম দেখার সুযোগ পেয়ে গেলেন বাইনান গ্রাম পঞ্চায়েতের “দুয়ারে সরকারে”র শিবিরে আসা মানুষজন। ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে এই অভিনব থিমের  প্রশংসা করা হয়েছে। এই থিমের প্রশংসা করেছেন হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য্য।  জেলার অন্যান্য ব্লকের দুয়ারে শিবিরে অন্যান্য ব্লকেএই ধরনের আকর্ষনীয় থিম করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বাগনান এক নম্বর ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাইনান হাইস্কুলে বসেছিল দুয়ারে সরকারের শিবির বসেছিল। আর এই শিবিরেই লক্ষী ভান্ডারের (Lakshi’s treasure)  আরাধনায় মেতে উঠেছে। সেজে উঠেছে মন্ডপ। মন্ডপে মাথায় হোগলার ছাউনি। আর সামনে পেল্লাই মাপের লক্ষীর ভাড়।

 

মন্ডপের আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট। মন্ডপের চারিদিকে সেই দুয়ারে শিবিরের প্রধান প্রকল্প ২১ টি ছোট ছোট লক্ষীর ভাঁড় দিয়ে সাজানো । বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা বলেন ২১ টি সংসদ নিয়ে গঠিত বাইনান গ্রাম পঞ্চায়েত।

 

আর ওপড়ুন    শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ বেঙ্গল সাফারিতে (Bengal Safari) ৪ বছরে ৭ টি বাঘ

 

তাই ২১ টি লক্ষ্মীর ভাঁড় (Lakshi’s treasure)  দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপের সামনে একটি কৃত্রিম গাছ তৈরি করা হয়েছে, সেই গাছের পাতায় সরকারের প্রকল্প খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, লক্ষীর ভাঁড়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের নাম উল্লিখিত আছে। এদিন শিবির পরিদর্শন করতে আসেন হাওড়ার জেলাশাসক মুক্তা আয্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দেবব্রত রায়, বাগনান এক নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস, বাগনান এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সন্দীপ দাস প্রমূখ ।

 

বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা বলেন, তাদের মডেল নিয়ে দুয়ারের সরকারের বিষয়ে  রাজ্য সরকারের সংশ্লিষ্ট

 

দপ্তর থেকে চেয়ে পাঠানো হয়েছে। আজ (বুধবার) ওই মডেল সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে বলে বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস বলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top