কংসাবতী নদী থেকে বালিপাচার করছে বালি মাফিয়ারা (Sand mafias)

কংসাবতী নদী থেকে বালিপাচার করছে বালি মাফিয়ারা (Sand mafias)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Sand mafias
কংসাবতী নদী থেকে বালিপাচার
ছবি সংগ্রহে সাইন টিভি

 

প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে চলছে নদী থেকে বালি পাচার।  পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালি খাদান এর বিরুদ্ধে এবং অবৈধভাবে নদী থেকে বালি তোলা বন্ধ করার জন্য বেশকিছু উদ্যোগ গ্রহণ করে এবং কয়েকদিন ধরেই অবৈধভাবে বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজন বালি মাফিয়া (Sand mafias) কে ওগ্রেপ্তার করেছিল।

 

কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের ইসলামপুর , শ্রীরামপুর ও গোকুলনগর এলাকায় কংসাবতী নদীর গর্ভ থেকে মেশিন দিয়ে বালি তুলে নৌকোয় করে বালি পাচার করছেন অসাধু ব্যবসায়ীরা (Sand mafias)।

 

আর ও পড়ুন    হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)

 

বালি মাফিয়ারা (Sand mafias) ফের সক্রিয় হয়ে উঠেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েছেন কিন্তু তাতে কোন কাজ হয়নি বলে ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ। ওই এলাকার বাসিন্দারা বলেন প্রতিদিন রাত্রি দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত বালি মাফিয়ারা নদীগর্ভ থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালি তুলে নৌকোয় করে বালি পাচার করছে। কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে তারা জানান।

 

আর ও পড়ুন    জলে আগুন জ্বেলেছেন শ্রাবন্তি (Sravanti)!

 

যেভাবে নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার ফলে যেকোনো সময় ওই এলাকায় নদী পাড় ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাই গ্রামবাসীদের দাবি প্রশাসন দ্রুত বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। না হলে আগামী দিনে এই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হবে বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top