
প্রয়াত হলেন ব্রিটিশ রক সংগীতের দল ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস (Charlie Watts) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। জানা গিয়েছে, গতকাল (২৪ আগস্ট) লন্ডনের একটি হাসপাতালে পরিবারের উপস্থিতিতে পরলোকগমন করেন চার্লি। ব্যান্ডটির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক শোকবার্তায় এ খবর জানানো হয়েছে।
আর ও পড়ুন জলে আগুন জ্বেলেছেন শ্রাবন্তি (Sravanti)!
ওয়াটসের মুখপাত্র জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রিয় চার্লি ওয়াটস (Charlie Watts) আমাদের ছেড়ে চলে গেছেন। আজ (২৪ আগস্ট) লন্ডনের হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই শেষযাত্রার পথে পাড়ি দেন চার্লি।’
উল্লেখ্য, ১৯৬২ সালে পথচলা শুরু ‘দ্য রোলিং স্টোনস’-এর। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস (Charlie Watts) ।চলতি মাসের শুরুতেই দ্য রোলিং স্টোনসের আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। ২০০৫ সালে গলায় ক্যানসার ধরা পড়েছিল তাঁর, কিন্তু সে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি।
আর ও পড়ুন হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)
৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম চর্চিত ও সফল ছিলেন ড্রামার চার্লি ওয়াটস। দ্য রোলিং স্টোনসের কিছু উল্লেখযোগ্য অ্যালবাম—বেগার্স ব্যাংকুয়েট (১৯৬৮), লেট ইট ব্লিড (১৯৬৯), স্টিকি ফিংগার্স (১৯৭১) এবং এক্সাইল ওন মেইন স্ট্রিট (১৯৭২)।
বিশ্বের সর্বকালের সেরা রক অ্যান্ড রোল ব্যান্ডের তালিকায় প্রথম সারিতে রয়েছে এই ব্যান্ড, সেই যাত্রার অন্যতম সঙ্গী চার্লি ওয়াটস। এ পর্যন্ত এই ব্যান্ড মোট ৩০টি স্টুডিও অ্যালবাম, ২৩টি লাইভ অ্যালবাম এবং বেশ কয়েকটি সংকলিত অ্যালবাম প্রকাশ করেছে। বিশ্বে তাদের ২০০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত প্রেমীরা।
১৯৬২ সালে পথচলা শুরু ‘দ্য রোলিং স্টোনস’-এর। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস (Charlie Watts) ।চলতি মাসের শুরুতেই দ্য রোলিং স্টোনসের আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। ২০০৫ সালে গলায় ক্যানসার ধরা পড়েছিল তাঁর, কিন্তু সে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি।