দুয়ারে সরকার (Government at the door) -এ সমাধান, অবশেষে নির্মাণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা

দুয়ারে সরকার (Government at the door) -এ সমাধান, অবশেষে নির্মাণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Government at the door
দুয়ারে সরকার (Government at the door) -এ সমাধান, অবশেষে নির্মাণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

দুয়ারে সরকার- (Government at the door) এ সমাধান। অবশেষে  নির্মাণ হবে গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত চককাশি – রাধানগর ঘাট অবধি রাস্তা।  আশ্বাস বিডিও-র। উল্লেখ্য,  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ২নং জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি থেকে রাধানগর ঘাট অবধি প্রায় ৬২৫ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যার ফলে স্থানীয় মানুষদের যাতায়াতে সমস্যা হচ্ছিল।

 

এমনকি রাস্তা নির্মাণের দাবীতে গ্রামবাসীরা ইতিপূর্বে একাধিকবার আন্দোলনে করে। সেই সময় গ্রামবাসীদের স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা নির্মাণের আশ্বাসও দেওয়া হয়। যদিও তারপরেও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও রাস্তা নির্মাণ না হওয়ায় বৃহস্পতিবার ফের রাস্তা নির্মাণের দাবীতে গ্রামবাসীরা চককাশি – রাধানগর ঘাট রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ শুরু করে।

 

সেই সঙ্গে ২নং জলঘর গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত প্রধানের কুশপুত্তলিকা দাহ করে। অপরদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বালুরঘাট থানার পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌছায় বালুরঘাট ব্লকের বিডিও অনুজ সিকদার ঘটনাস্থলে পৌছান এবং বেহাল রাস্তাটি পরিদর্শন করেন।

 

আর ও পড়ুন     উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস

 

ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য রাস্তার অবস্থা বেহাল থাকার কারনে তাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে এবং রাস্তার দশা বেহাল থাকবার কারনে দুর্ঘটনাও ঘটছে। সূত্র মারফৎ জানা গিয়েছে ঐ (Government at the door) রাস্তা নির্মাণের জন্য বিগত সময়ে বি.এ.ডি.পি, এন.বি.ডি.ডি এবং পরবর্তী সময়ে এন.আর.জি.এস প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব পাঠানো হলেও রাস্তা নির্মাণের অনুমোদন না মেলায় রাস্তা নির্মিত হয়নি।

 

বালুরঘাট ব্লকের বিডিও অনুজ সিকদার বলেন দুয়ারে সরকারের (Government at the door) পাড়ায় সমাধানের মাধ্যমে রাস্তাটা অতিদ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। তিনি বলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু রাবিশ ফেলে দিয়ে রাস্তাটি যাতায়াতের উপযোগী করে দেব, বর্ষা চলে গেলে আমরা সিমেন্ট কনক্রিট রোড করে দেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top