
এবার ভুয়ো আইনজীবীর পরিচয় দিয়ে আর্থিক প্রতারনার অভিযোগ, গ্রেফতার বিজেপির (BJP leader) সংখ্যালঘু সেলের রাজ্য নেত্রী। আজ তাকে গ্রেফতার করল গিরিশ পার্ক ও বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতার হওয়া ওই নেত্রীর নাম নাজিয়া ইলাহি খান।
অভিযোগ, নিজেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী বলে পরিচয় দিতেন এই বিজেপি (BJP leader) নেত্রী। এমনকী কেস মিটিয়ে দেওয়ার নাম করে একাধিক লোকের কাছ থেকে টাকা নিতেন নাজিয়া ইলাহি। অভিযোগ, টাকা নিয়েও আদপে তা করতেন না।
পুলিশ সূত্রে খবর, গত ৩ মাস আগে সন্দীপ আগরওয়াল নামক এক ব্যাক্তি গিরিশ পার্ক থানায় নাজিয়া ইলাহি খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। তবে নিজেকে আইনজীবী বললেও, আদৌ তার প্রমাণ দিতে পারেননি তিনি।
আর ও পড়ুন উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস
অভিযোগ, প্রথমদিকে তৃণমূল কংগ্রেস করলেও পরবর্তীতে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে নির্মলা সীতারমণ সহ একাধিক গুরুত্বপুর্ণ নেতা-নেত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করার পাশাপাশি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী বলে পরিচয় দিতেন, এমনকী একাধিক গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী বলে নিজেকে পরিচয়ও দিতেন।
পাশাপাশি বিজেপির (BJP leader) মাইনরিটি সেলের রাজ্য কমিটির সদস্যও এই অভিযুক্ত। অভিযোগ, বেশ কয়েকবছর ধরে একাধিক জনের কাছ থেকে এই কায়দায় কেস মিটিয়ে দেবেন বলে টাকা নিতেন কিন্তু আদৌ সমস্যার সমাধান করতে পারতেন না। গিরিশ পার্ক ও বাগুইআটি থানায় নাজিযার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। এরপরই তদন্তে নেমে গ্রেফতার হন এই ভুয়ো আইনজীবী।
পুলিশ সূত্রে খবর, গত ৩ মাস আগে সন্দীপ আগরওয়াল নামক এক ব্যাক্তি গিরিশ পার্ক থানায় নাজিয়া ইলাহি খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। তবে নিজেকে আইনজীবী বললেও, আদৌ তার প্রমাণ দিতে পারেননি তিনি।