উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস

উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
North Bengal

 

উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস
ছভি সংগ্রহে সাইন টিভি

 

কোচবিহার ঐতিহ্য কে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল উত্তরবঙ্গ (North Bengal)  রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নবনির্বাচিত চেয়ারম্যান পার্থ প্রতিম রায় । বৃহস্পতিবার কোচবিহার সদর দপ্তরে তার চেম্বারে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ন এবং রায় সাহেব মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা ছবি উন্মোচন করা হয়।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা । এরপরেই সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিয়ে বিভিন্ন বিষয় জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদের পক্ষ থেকে । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এর গাড়িগুলোতে তুলে ধরা হবে কোচবিহারের মনীষীদের ছবিসহ বিভিন্ন বিশিষ্ট স্থানের ছবি গুলোকে ।
উল্লেখ্য কোচবিহার রাজ আমলে তৈরি পরিবহন দপ্তর ।

 

আর ও পড়ুন  অবশেষে মা হলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)

 

বর্তমান উত্তরবঙ্গ (North Bengal)  রাষ্ট্রীয় পরিবহণ নামে পরিচিত । রাজ্য সরকারের অধীনে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মুখ্য দপ্তর রয়েছে কোচবিহার শহরে । এর সাথে জড়িয়ে রয়েছে রাজ ইতিহাস । বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অবস্থা অনেকটা বেহাল। এই মত চলতি মাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় কে । দায়িত্ব নেবার দিনই তিনি বলেছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কে সুন্দর ভাবে পুনরায় সাজিয়ে তোলা হবে ।

 

এইমতো বৃহস্পতিবার তিনি তার চেম্বারে কুচবিহারের মহারাজার জগদীপেন্দ্র নারায়ন এবং মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা ছবি উন্মোচন করেন । এরপরেই চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার মধ্যে মূলত রয়েছে কোচবিহারের ঐতিহ্যকে তুলে ধরা ।

 

উত্তরবঙ্গ (North Bengal)  রাষ্ট্রীয় পরিবহনের গাড়িগুলোতে কোচবিহারের মহারাজার সহ মনীষীদের ছবি এবং কোচবিহারের রাজ্য মদনমোহন মন্দির রাজবাড়ী রসিকবিল বানেশ্বর শিব মন্দির ও কান্তেশ্বর মন্দির সহজে সমস্ত স্থান গুলো রয়েছে সেগুলো কে বাঁশের তুলে ধরা হবে ।

 

গাড়ির ভিতরে গাড়ি চালক এর ঠিক উল্টো পাশে সেই ছবি কে তুলে ধরা হবে যাতে এখানকার যে ঐতিহ্য রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এটার মূল উদ্দেশ্য। প্রথম অবস্থায় পঞ্চাশটি গাড়িতে এই ছবি লাগানো হবে। প্রথমত দূরপাল্লার গাড়ি দেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কোচবিহার সদর বিবিজান থেকে যে সমস্ত গাড়িগুলো যাবে সেগুলোতে লাগানো হবে । পরবর্তী সময়ে প্রত্যেকটিরই পথেই এই উদ্যোগ গ্রহণ করা হবে ।

 

এছাড়া তিনি আরও বলেন সম্প্রতি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাসের যে রং রয়েছে সেই রং কে নকল করে কিছু প্রাইভেট গাড়ি রাস্তায় চালানো হচ্ছে । যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে।

 

এই অবস্থাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে প্রতীক চিহ্ন রয়েছে হাতির সেই প্রতীক চিহ্ন বেশি করে গাড়িতে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে সাধারণ মানুষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়ি চিহ্নিত করতে সুবিধা হয় ।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুচবিহারের সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top