
চারদিনের পুলিশ হেফাজত শেষে ফের তিনদিনের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ (Shyamaprasad) মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিল বিষ্ণুপুর থানার পুলিশ। চার দিনের পুলিশ হেফাজত শেষে আজ ফের প্রাক্তন মন্ত্রীকে বিষ্ণুপুর আদালতে পেশ করে বিষ্ণুপুর থানার পুলিশ।
তদন্তের স্বার্থে এদিন আগামী সাত দিন প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানায় বিষ্ণুপুর থানার পুলিশ। আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবী শ্যামাপ্রসাদ (Shyamaprasad) মুখোপাধ্যায়ের বয়স ও শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে তাঁর জামিনের আবেদন জানান। আদালতে দুপক্ষের মধ্যে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে সওয়াল জবাব।
পরে আদালত সবদিক বিবেচনা করে প্রাক্তন মন্ত্রীকে আগামী তিনদিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেয়। এদিকে বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতি কান্ডের তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে ।
আর ও পড়ুন খেজুরের কয়েকটি স্বাস্থ্য (Health) উপকারিতা
ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীর নিজের নামের ৬ টি ব্যাঙ্ক আকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এই ৬ টি ব্যাঙ্ক আকাউন্টে ঠিক কত পরিমাণ টাকা জমা রয়েছে তদন্তের স্বার্থে তা জানাতে না চাইলেও পুলিশের দাবি ওই আকাউন্টগুলিতে বিপুল পরিমাণ টাকা আমানত হিসাবে জমা রয়েছে।
ইতিমধ্যেই পুলিশ ওই ৬ টি ব্যাঙ্ক আকাউন্টে সমস্ত রকম আর্থিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এর পাশাপাশি শ্যামাপ্রসাদ (Shyamaprasad) মুখোপাধ্যায় তাঁর ছেলে ও মেয়ে সহ পরিবারের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা রাখতে পারেন সেই সম্ভাবনার কথা মাথায় রেখে তার বিশদ জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে ও বেনামে জমি কেনা ও বালির কারবারে কোনো টাকা বিনিয়োগ করেছিলেন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগামী তিনদিন প্রাক্তন মন্ত্রীকে পুলিশ নিজেদের হেফাজতে রেখে সে সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা চালাবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।