
মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণের দিকে সরে যেতে শুরু করেছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতে আবার উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সপ্তাহান্তের বর্ষণে ভিজতে শুরু করবে।
আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে, ২৭ অগাস্ট নাগাদ উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার মধ্য দিয়ে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী মৌসুমী অক্ষরেখার একাংশ দক্ষিণ দিকে সরে যেতেই তা প্রবল বর্ষণ ডেকে আনবে তামিলনাড়ুর উপকূলে। এদিকে, তুমুল বৃষ্টিতে ভিজে যেতে পারে রাজস্থানও। এদিকে, এরই মাঝে হলুদ সতর্কতা জারি হয়েছে হায়দরাবাদে।
হিমালয়ের পাদদেশে থাকা রাজ্যের পাঁচটি জেলায় শুক্রবার থেকে যে প্রবল বর্ষণ শুরু হবে, তার রেশ থাকবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার এমন এক পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া দফতর। বলা হয়েছে, ২৭ অগাস্ট থেকে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে (North Bengal) অতিভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আর ও পড়ুন মা হওয়ার পরেই নুসরতকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এদিন প্রবল বর্ষণে ভিজতে চলেছে বলে খবর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও (North Bengal) রয়েছে বর্ষণের প্রবল সম্ভাবনা। এরপর শনিবার অর্থাৎ ২৮ অগাস্ট সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের ৫ জেলায় প্রবল বর্ষণ হবে। তবে বর্ষণের জেরে তাপাত্রায় বড় কোনও হেরফের হবে না বলেই জানা যাচ্ছে।
আজ প্রায় দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতেই প্রবল বর্ষণ হবে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতর সূত্রে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা গিয়েছে। যদিও এরপর শনিবার থেকে সপ্তাহান্ত শুরু হতেই তেমনভাবে বর্ষণের কোনও সম্ভাবনা নেই। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে যে, সপ্তাহান্তে অর্থাৎ আগামী ২ দিন প্রবল বর্ষণে সম্ভাবনা রয়েছে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মাহেতে। ২৮ অগাস্ট থেকে এই সমস্ত এলাকায় বর্ষণ বাড়তে পারে। যার রেশ চলবে শনিবার পর্যন্ত। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেখানে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।