ত্রিপুরায় (Tripura) কি ভাঙনের মুখে বিজেপি?

ত্রিপুরায় (Tripura) কি ভাঙনের মুখে বিজেপি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Tripura
ত্রিপুরায় (Tripura) কি ভাঙনের মুখে বিজেপি?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ফের বড়সড় ভাঙনের মুখে পড়তে চলেছে কি  ত্রিপুরা (Tripura) বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবারেই শহরে আসছেন ত্রিপুরাতে (Tripura) কট্টর বিপ্লব দেব বিরোধী বলে পরিচিত সংস্কার পন্থী ৩ বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস রায়, আশিস সাহা।

 

সূত্রের খবর, এই সফরেই বৈঠক হতে পারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দপাধ্যায়ের সঙ্গে। ত্রিপুরার (Tripura) রাজনীতিতে কট্টর বিপ্লব বিরোধী বলে পরিচিত এই ৩ বিধায়ক। ইতিমধ্যেই বিগত ১ মাস ধরে ওই রাজ্যে ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্তিশালী করছে বাংলার শাসক দল। বাংলা থেকে একাধিক নেতা- নেত্রী প্রায় নিয়ম করে ছুটে যাচ্ছেন আগরতলা।

 

অপরদিকে সুবল ভৌমিক সহ সিপিএম, বিজেপি, কংগ্রেস সহ একাধিক নেতা- কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ইতিমধ্যেই তৃণমূলের দলীয় মূখপত্রে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার গরিস্ঠতা হারাচ্ছে বলে লেখা হয়েছে। আর তার পরপরই এই ৩ সংস্কারপন্থী বিধায়কের কলকাতা আগমণ নিয়ে রীতিমতো উত্তাল ত্রিপুরার রাজনীতি। তবে সূত্র মারফত আরও খবর, চলতি সপ্তাহেই গৌহাটি তে গিয়ে ত্রিপুরার ‘

 

ভূমিকন্যা’ প্রতিমা ভৌমিক ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেছেন এই ৩ বিধায়ক। একটি মহলের মতে, বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করতেই এই ২ জনের সঙ্গে বিশেষ বৈঠক করেন সুদীপ রায়বর্মনেরা।

 

অপরদিকে একাংশের মতে, সরাসরি তৃণমূলে যাওয়ার রাস্তাও খোলা রাখছেন ত্রিপুরা রাজনীতিতে অন্যতম “মাস্টার মাইন্ড” সুদীপ। আর তাই অভিষেকের সঙ্গে বৈঠক করতে কলকাতায় এই ৩ বিধায়ক। এই বিধায়কেরা তৃণমূলে যোগ দিলে সরাসরি ১৪%-১৫% ভোট চলে যাবে জোড়াফুল শিবিরে। তবে গোটা বিষয় নিয়ে কার্যত ধোয়াশা ত্রিপুরার রাজনীতিতে।

 

আর ও পড়ুন    মা হওয়ার পরেই নুসরতকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

 

সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুবল ভৌমিকের বক্তব্য,” শুধু উনারা কেন গোটা ত্রিপুরাই মমতা বন্দ্পাধ্যায়ের পাশে দাড়াবে। শুধুমাত্র কয়েক দিনের অপেক্ষা। তবে সুদীপ বাবুরা আদৌ কলকাতা গিয়েছেন কিনা, বা অভিষেক বন্দ্পাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন কিনা বলতে পারবো না।”

 

অন্যদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য র বক্তব্য,” আমাদের কাছে উনাদের কলকাতা যাওয়া বা বিজেপি থেকে অন্যদলে যোগ দেওয়াত বিষয়ে কোনও তথ্য জানা নেই। তবে এটুকু বলতে পারি এর আগেও এই রাজ্যে তৃণমূল লাফালাফি করেও মুখ থুবড়ে পড়েছিল। এবারও তার ব্যাতিক্রম হবে না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top