ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার সি বি আই তদন্তের একটি টিম প্রথমে খয়রাশোল (Khayrashole) ব্লকের কাঁকরতলা থানার নবসন গ্রামে আসেন। চলতি বছরের বারো জুন মিঠুন বাগদি নিহত হন। সেখানে নিহত মিঠুন বাগদীর পরিবারকে না পেয়ে প্রতিবেশীদের সাথে কথা বলে। মল্লারপুর থানার কোট গ্রামে আসার কথা থাকলেও সেখানে শনিবার সন্ধ্যা পর্যন্ত সি বি আই টিম আসে নি ।
প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসার একাধিক ছবি উঠে এসেছিল বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে। তা নিয়ে বিভিন্ন দলের অভিযোগ পাল্টা অভিযোগ ছিল। ভোট পরবর্তীকালে হিংসা নিয়ে শাসক দলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
আর ও পড়ুন মার্কিন ড্রোন হানায় ( US drone strikes ) খতম ইসলামিক স্টেট -এর কুখ্যাত জঙ্গি
অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন একাধিক এলাকা ঘুরে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই (Khayrashole) তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। আদালতের নির্দেশ মেনেই এই তদন্ত বলে জানা গেছে।
নিহত মেহেমুদ জাকির হোসেনের ছেলে নাসিমুদ্দিন সেখ বলেন, বিধান সভা নির্বাচনের পর তিন তারিখ আমাদের কোট গ্রামের বাড়ি ভাঙচুর হয়। কামরাঘাটে আমার হার্ডওয়ার দোকানে ভাঙচুর হয়। আট অগাস্ট বাবা মেহেমুদ জাকির হোসেন বাড়ি ফেরার পথে রথিন সরকার, জহির কাজী প্রভৃতির নেতৃত্বে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তিনি বুথের এজেন্ট ছিলেন।
তাঁকে প্রথমে মল্লারপুর তারপর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল, এক বেসরকারী নার্সিং হোম এবং কোলকাতা নিয়ে যাওয়ার পথে ডানকুনির (Khayrashole) কাছে ষোলো অগাস্ট মারা যান। দুজন দোষী সারেণ্ডার করেছে আমরা চাইছি দোষীদের শাস্তি হোক।