আদালতে হাজিরা দেওয়ার ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হলো হানি সিংকে ( Hani Singh )

আদালতে হাজিরা দেওয়ার ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হলো হানি সিংকে ( Hani Singh )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Hani Singh
আদালতে হাজিরা দেওয়ার ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হলো হানি সিংকে ( Hani Singh )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আদালতের তোপের মুখে পড়লেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হানি সিং  ( Hani Singh )।    পারিবারিক  হিংসার মামলায় ফের  আদালতে হাজিরা দিতে পারলেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী হানি সিং ( Hani Singh ) ওরফে হৃদেশ সিং। আদালতে হাজিরা না দেওয়ার জন্য  তাঁকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল দিল্লি আদালত।

 

এদিকে জানা গিয়েছে,  অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন হানি সিং ( Hani Singh )। কিন্তু এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিং বললেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। মামলাটিকে এত হালকা ভাবে নেওয়া হচ্ছে দেখে অবাক হচ্ছি।’ এদিন সঙ্গীতশিল্পীকে হাজিরা দেওয়ার ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হয়েছে।

 

আর ও পড়ুন    দেশ বিক্রির পরিকল্পনা করেছে মোদি সরকার, অভিযোগ মমতার ( Mamata )

 

সঙ্গীত শিল্পী   হানি সিংয়ের বিরুদ্ধে পারিবারিক হিংসার মামলা করেছিলেন তাঁর স্ত্রী শালিনি তলোয়ার। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-এর অধীনে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি।

 

হানি সিংয়ের তরফে আইনজীবী ঈশান মুখার্জি আদালতকে জবাবদিহিতে জানান, শালিনি ইতিমধ্যেই গয়নাগাঁটি সহ বহু মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে চলে গেছেন। চাইলে ১৫ দিনের মধ্যে নয়ডায় তাঁর শ্বশুরবাড়িতে এসে থাকতে পারেন, বলা হয় সেকথাও।

 

হানি সিংয়ের তরফে হলফনামায় দিয়ে আইনজীবীটি বলেন, ‘আমরা ওকে থাকতে দিতে প্রস্তুত। আমরা একটা পাঁচিল বানাব। ১৫ দিনের মধ্যে ওঁকে থাকার জায়গা দিতে পারব।’ তিনি আরও বলেন, হানি সিংয়ের মোট চার কোটি টাকার দুটো সম্পত্তি আছে। এর মধ্যে ১ কোটি টাকার সম্পত্তিটি শালিনিরই মালিকানায়। প্রসঙ্গত, হানি সিং এবং শালিনি তলোয়ারের বিয়ে হয়েছিল ২০১১ সালের ২৩ জানুয়ারি। তারপর তাদের দাম্পত্য সম্পর্কে কলহের জেরে অশান্তির সুত্রপাত হয় বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top