এবারে মাদক মামলা ( Drug case ) উঠলো ভারতের দক্ষিনী সিনে জগতে। মাদক মামলায় ( Drug case ) ফের উঠল বড় পর্দার তারকাদের নাম। তলব করা হলো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা রাকুল প্রীত সিং, রানা দাগ্গুবতি, রবি তেজার মতো অভিনেতাদের।
জানা গিয়েছে, চার বছরের পুরোনো মাদক মামলায় ( Drug case ) মোট ১২ জন তেলেগু ছবির অভিনেতা, অভিনেত্রী, পরিচালককে তলব করেছে ইডি (এনেফোর্সমেন্ট ডিরেক্টরেট)। রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর। রানা দাগ্গুবতি ও রবি তেজাকে তলব করা হয়েছে যথাক্রমে ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, নান্দু, তরুণ ও তানিশকে হাজির হতে বলা হয়েছে।
আর ও পড়ুন আদালতে হাজিরা দেওয়ার ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হলো হানি সিংকে ( Hani Singh )
উল্লেখ্য, ২০১৭ সালে তেলেঙ্গানায় ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এর পরেই শুরু হয়েছিল তদন্ত। দায়ের করা হয়েছিল ১২টি মামলা। অভিযোগপত্র দাখিল করা হয়েছিল ১১টি মামলায়। তবে আপাতত প্রমাণ না থাকায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে এ তারকাদের।
উল্লেখ্য, চার বছরের পুরোনো মাদক মামলায় ( Drug case ) মোট ১২ জন তেলেগু ছবির অভিনেতা, অভিনেত্রী, পরিচালককে তলব করেছে ইডি (এনেফোর্সমেন্ট ডিরেক্টরেট)। রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর। রানা দাগ্গুবতি ও রবি তেজাকে তলব করা হয়েছে যথাক্রমে ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, নান্দু, তরুণ ও তানিশকে হাজির হতে বলা হয়েছে।