আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা ( Anaconda )

আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা ( Anaconda )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Anaconda
আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা ( Anaconda )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা ( Anaconda )।  এবার শীত মরসুমের আগেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।  বিনিময় প্রথা মেনে বাইরে থেকে নতুন অতিথি নিয়ে এলে কাউকে দিয়ে দিতে হয়।  সেই মতো সবুজ অ্যানাকোন্ডার ( Anaconda ) বদলে আলিপুর চিড়িয়াখানা মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ককে শাঁখামুটি সাপ দেবে।

 

এর আগে  মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আলিপুরে হলুদ অ্যানাকোন্ডা ( Anaconda ) আনা হয়েছিল। জানা গেছে, সবুজ অ্যানাকোন্ডার দৈর্ঘ্য হলুদ অ্যানাকোন্ডার থেকে আরও বেশি হয়। ওজন‌ও প্রায় দ্বিগুণ। যা এবার শীত মরসুমে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

 

আর ও পড়ুন    ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় জেরা করা হলো জ্যাকুলিন ( Jacqueline ) ফার্নান্দেজকে

 

২০১৯ সালে চারটি শাঁখামুটি দিয়ে চারটি হলুদ অ্যানাকোন্ডা আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে ছিল দু’টি পুরুষ এবং দু’টি স্ত্রী। বয়স ছিল পাঁচ বছর। গত জুলাই মাসে ন’টি বাচ্চা দিয়েছে একটি অ্যানাকোন্ডা। এর আগে ২০২০ সালে ১১টি বাচ্চা হয়েছিল। তার মধ্যে তিনটি মারা যায়।

 

বর্তমানে আলিপুর  চিড়িয়াখানায় হলুদ অ্যানাকোন্ডা রয়েছে ২০টি। জানা গেছে এবার তিন জোড়া সবুজ অ্যানাকোন্ডার বদলে দেওয়া হবে তিন জোড়া শাঁখামুটি। এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় প্রায় ২৫টির মতো শাঁখামুটি রয়েছে। সবচেয়ে বিষাক্ত এই সাপ। ‌ভারত এবং বাংলাদেশে এদের বেশি দেখা যায়। সেই সাপ এবার দ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক-এ চলে যাবে।

 

উল্লেখ্য, এর আগে  মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আলিপুরে হলুদ অ্যানাকোন্ডা ( Anaconda ) আনা হয়েছিল। জানা গেছে, সবুজ অ্যানাকোন্ডার দৈর্ঘ্য হলুদ অ্যানাকোন্ডার থেকে আরও বেশি হয়। ওজন‌ও প্রায় দ্বিগুণ। যা এবার শীত মরসুমে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top