কাটোয়ায় ( Katwa ) বেআইনি অস্ত্র কারখানার মূল অভিযুক্ত গ্রেফতার

কাটোয়ায় ( Katwa ) বেআইনি অস্ত্র কারখানার মূল অভিযুক্ত গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Katwa
কাটোয়ায় ( Katwa ) বেআইনি অস্ত্র কারখানার মূল অভিযুক্ত গ্রেফতার
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কাটোয়ায় ( Katwa ) বেআইনি অস্ত্র কারখানার মূল অভিযুক্ত রমজান শেখ ওরফে ভোম্বলকে পুলিশ গ্রেফতার করলো। এই মামলায় আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের নাম বিষ্ণু পন্ডিত ও ঝুলন সরকার। ধৃতদের মধ্যে বিষ্ণুর বাড়ি কাটোয়ার ( Katwa ) মল্লিকপুর এবং ঝুলন আমুল গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

 

পুলিশ জানায় সোমবার রাতে লোহাপোতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু’জনের খোঁজ পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে একমাস আগে অস্ত্র কারখানার হদিস পাওয়ার পর থেকে ফেরার ছিল রমজান। তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।

 

রমজানের খোঁজ পেতে কাটোয়া ( Katwa ) থানার পুলিশ গত ২৬ আগস্ট মুজিবুদ্দিন শেখ নামে এক মাদক কারবারীকে শোন আরেস্ট করে নিয়ে আসে। পেকুয়া গ্রামের বাসিন্দা মুজিবুদ্দিন শেখ কেতুগ্রাম থানার একটি মাদক মামলায় অভিযুক্ত ছিল এবং জেলবন্দি ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্র কারবার চক্রের খোঁজ পায় পুলিস। ধৃত রমজানকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

আর ও পড়ুন    মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট

 

গত ৩ আগষ্ট লোহাপোতা গ্রামের পুর্ব পাড়ার বাসিন্দা রমজান আলির বাড়িতে হানা দেয় পুলিস। মাঠের ধারে তার বাড়ি। মাটির ঘরের মধ্যেই অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম, মেশিনপত্র।

 

দেশি পাইপগান, বড় একনলা বন্দুক সহ ১৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি পাওয়া যায়। এছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, বন্দুক তৈরির জন্য বিভিন্ন সাইজের বাঁট, স্প্রিং, লেদ মেশিন থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়। অবশেষে প্রায় একমাস পর পুলিশের হাতে ধরা পড়ল।

 

রমজানের খোঁজ পেতে কাটোয়া ( Katwa ) থানার পুলিশ গত ২৬ আগস্ট মুজিবুদ্দিন শেখ নামে এক মাদক কারবারীকে শোন আরেস্ট করে নিয়ে আসে। পেকুয়া গ্রামের বাসিন্দা মুজিবুদ্দিন শেখ কেতুগ্রাম থানার একটি মাদক মামলায় অভিযুক্ত ছিল এবং জেলবন্দি ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্র কারবার চক্রের খোঁজ পায় পুলিস। ধৃত রমজানকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top