জেনে নিন কৃতির উজ্জ্বল ও ঝলমলে ত্বকের ( skin ) আসল রহস্য ?

জেনে নিন কৃতির উজ্জ্বল ও ঝলমলে ত্বকের ( skin ) আসল রহস্য ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
skin
 skin
skin

 

বলিউড হিন্দি সিনেমায় অন্যতম নায়িকা হলেন কৃতি ( skin )  খারবান্দা। অভিনেত্রী কৃতির হিসেবে ইতোমধ্যেই অভিনয় দক্ষতা দিয়ে দর্শককূলকে মুগ্ধ করেছেন। তবে আরেকটি জিনিসের প্রতি ভক্তদের কৌতূহলের শেষ নেই, তা হলে কৃতির উজ্জ্বল ও মসৃণ ত্বকের ( skin )  রহস্য কী?

 

সম্প্রতি বলি তারকা এই অভিনেত্রী তাঁর স্কিন কেয়ার রুটিন সম্পর্কে কিছু রহস্য উদ্ঘাটন করেছেন। উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া প্রতিকারের উপরই ভরসা রাখেন বলে তিনি জানিয়েছেন। ত্বককে ঝলমলে রাখতে গেলে নিজেকেও প্রাণবন্ত ও খুশী রাখতে জানতে হবে। নিজে খুশি থাকলে তবেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে বলে তিনি মনে করেন বলে জানিয়েছেন।

 

একটি জনপ্রিয় ফ্যাশন ম্যাগজিনকে দেওয়া সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘আমি আমার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিই। আমার মনে হয় সেটাই আমার মুখের মধ্যে প্রতিফলিত হয়। ত্বকের ( skin )  জন্য বিশেষ কিছু করি না। কিন্তু ঘর কে নুসখে তো তাম আতে হি হ্যায়। শুধু স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ নয়, খুশিও হও। মার মার কে ক্যায়. কাহা ইয়ার থোড়া ওয়ার্কআউট এক্সট্রা কার লেনা।’

 

আর ও পড়ুন    মাত্র ২ বছর ১১মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলল চন্দ্রকোনার ( Chandrakona ) অরিন মালস

 

তিনি আরও জানিয়েছেন, ‘মালাই ও বেসন সব হেঁসেলেই মজুত থাকে। আমি বিশ্বাস করি, মালাই ত্বকের জন্য যা করতে পারে, অন্য আর কিছু তেমন করতে পারে না। প্রাকৃতিকভাবে সবচেয়ে উপকারী ময়েশ্চারাইজার। বেসন হল সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক স্ক্রাব ও অ্যান্টি -ট্যানের বিকল্প যা আপনার কাছে পিঠে সবসময় পাওয়া যায়।এই দুটি জিনিস খুবই সহজলোভ্য ও সাশ্রয়ী।

 

আমি সাধারণত একটি ছোট বোলের মধ্যে অল্প বেসন নিই, তাতে গোলাপ জল যোগ করে একটি দুরন্ত ফেসপ্যাক তৈরি করি। স্ক্রাবের জন্য মালাইয়ের মধ্যে চিনি যোগ করে মুখের ত্বকে, সারা শরীরে, হাতে ও পায়ে ব্যবহার করি। ত্বক বলতে শুধু মুখের ত্বককে নয়, সারা শরীরের যত্ন নেওয়া জরুরি।’

 

বেসন ও মালাই ছাড়াও কৃতি কাঁচা দুধ ব্যবহার করে স্নান করেন। জলের মধ্যে দুধ যোগ করে তা দিয়ে স্নান করেন। সপ্তাহে একদিন এমনভাবে স্নান করেন বলে জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি ১৪ ফেরে সিনেমায় অভিনেতা বিক্রান্ত ম্যাসের বিপরীতে অভিনয় করেছেন কৃতি। চলতি বছরের ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি। সিনেমার পরিচালক ছিলেন দেবাংশু সিং, প্রযোজনায় জি স্টুডিয়ো। ছবিতে অদিতি কারওয়াসরা নামে একজন হেডস্ট্রং মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top