
আয়ুষ্মান খুরানা
‘হানি দা রং’ গান বেশি হিট ছিল নাকি ‘ভিকি ডোনার’ ফিল্মটি বেশি জনপ্রিয়তা ( Superstar ) পেয়েছে তা নিয়ে আয়ুষ্মান ভক্তদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। তবে রোডিস -এর হাত ধরে বলিউডে আসা এই অভিনেতা কার্যত নিজের সব টুকু উজাড় করে বলিউডকে সমৃদ্ধ করেছেন।
অভিনয়ের পাশাপাশি ‘নউটঙ্কি সালা’ ফিল্মে ‘সাড্ডি গলি’, ‘ তুহি তু ‘ র মতো গান গেয়ে বহু আগেই ভক্তদের হৃদয় জিতে নেন পাঞ্জাব দা পুত্তর আয়ুষ্মান। এছাড়াও ‘বেওকুফিয়াাঁ’, ‘খামখা’র মতো গান ‘হাওয়াইজাদে’ ফিল্মের জন্য গেয়েছিলেন আয়ুষ্মান। যে ফিল্মে তিনি নিজে অভিনয় করেছেন। মূলত, তাঁর এই অসামন্য গুণের জেরে রীতিমত মুগ্ধ তাঁর ভক্তকূল।
সোনাক্ষী
শ্ত্রুঘ্ন কন্যা সোনাক্ষীও নেই পিছিয়ে! ‘আজ মুড ইশকোহলিক হ্যায়’ গানের ( Superstar ) ছন্দে সোনা বহুজনের মন জয় করে নেন। ড্রামের ছন্দে মেতে থাকা সোনাক্ষী গানের জাদুতেও তাঁর দর্শকদের মাত করে দেন।
আর ও পড়ুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি মাসেই দুয়ারে রেশন ( Ration ) চালু হচ্ছে
প্রিয়াঙ্কা চোপড়া
বিশ্বসুন্দরী হিসাবে তাঁর প্রথম জনপ্রিয়তা। এরপর প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে ( Superstar ) অভিনেত্রী হিসাবে প্রবেশ করেই একের পর এক বাউন্ডারি হাঁকান। বলিউড তাঁর অভিনয় গুণে কার্যত কুর্নিশ করেছে। এরপর হলিউডে পাড়ি জমানের আগেই প্রিয়াঙ্কা নিজের গান নিয়ে চর্চা শুরু করেন। পিট বুলের সঙ্গে তাঁর কণ্ঠ মেলানোর ঘটনা কার্যত প্রিয়াঙ্কার জীবনে একটি বড় ঘটনা। আর তারপরই হলিউডে পা রেখে কার্যত তাক লাগিয়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া।
আলিয়া ভাট
অভিনেত্রী আলিয়া ভাট ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে প্লে ব্যাক করেছেন। রাহাত ফতেহ আলি খানের মূল গান ‘ম্যায় ত্যানু সামঝাওয়াঁ’ গানকে নতুন করে উপস্থাপিত করেছেন আলিয়া। এছাড়াও ইমতিয়াজ আলির হাইওয়ে ও পরবর্তীকালে উড়তা পাঞ্জাবের মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি গানের কণ্ঠে মাত করেন দেন আলিয়া! বলিউডের স্টার কিড হিসাবে নেপোটিজম ইস্যুতে বহু সমালোচনার মুখে পড়ার পর আলিয়া যেভাবে নিজেকে তুলে ধরেছেন , তা নিয়ে বহু জনই তাঁর প্রশংসায় মুগ্ধ।