আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ইতিহাস গড়লেন রোনাল্ডো ( Ronaldo )

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ইতিহাস গড়লেন রোনাল্ডো ( Ronaldo )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Ronaldo

 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ইতিহাস গড়লেন রোনাল্ডো ( Ronaldo )
ছবি সংগ্রগে সাইন টিভি

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ( Ronaldo ) । ইরানের প্রাক্তন তারকা আলি দাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তথা পর্তুগিজ তারকা রোনালদো।

 

রোনালদো ( Ronaldo ) ফুটবল ভক্তদের জন্য একজন বিশ্বসেরা ফুটবলার।তার পায়ের জাঁদু দেখার জন্য অপেক্ষা করে থাকে সবাই।   গতকাল বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গোল করে এই ইতিহাস গড়েন রোনালদো। রেকর্ড গড়ার দিনে জোড়া গোলে দলকে জিতিয়েছেন কদিন আগে ম্যাচচেস্টার ইউনাইটেডে পা রাখা রোনালদো।

 

আর ও  পড়ুন    পরীমনির বাড়ি ছাড়ার নোটিশে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তসলিমার ( Taslima )

 

এর আগে ইউরোতে ফ্রান্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জোড়া গোল করে ইরানের কিংবদন্তি ফুটবলার দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো ( Ronaldo ) । পরে পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে আলি দাইকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা বাড়ে পর্তুগিজ তারকার।

 

অবশেষে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু হতেই নিজের অপেক্ষার অবসান ঘটালেন তিনি। রেকর্ডটি করে নিলেন নিজের করে।  গতকাল ম্যাচের ৮৯ মিনিটে গোল করেই আলি দাইকে স্পর্শ করেন রোনালদো। পরে আরেকটি গোল করে নিজেকে আরো উঁচুতে নিয়ে যান তিনি।

 

আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোল এখন ১১১টি। আলি দাইয়ের ১০৯টি গোল।  গতকাল রাতে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। প্রতিপক্ষের হয়ে গোলটি করেছিলেন জন ইগান।

 

এবারের বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিল পর্তুগাল। আর তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল রিপাবলিক অব আয়ারল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সার্বিয়া। রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজানের পয়েন্ট শূন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top